লা লিগায় জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন এমবাপে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবে ছোটবেলায় যে ছেলেটার ঘরের দেওয়ালে টাঙ্গানো থাকতো ফুটবল লেজেন্ড ক্রিশ্চিয়ানো…

Kylian Mbappe

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবে ছোটবেলায় যে ছেলেটার ঘরের দেওয়ালে টাঙ্গানো থাকতো ফুটবল লেজেন্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি, সেই ছেলেটা যেন মাদ্রিদের (Real Madrid) জার্সি গায়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিল না। তবে লা লিগায় টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে। কিছুদিন আগে রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে দুটি গোল করেছেন। রবিবার রাতে (১লা আগস্ট) রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের (Real Madrid) জয়ের ব্যবধান ছিল ২-০। রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপের প্রথম ম্যাচ ছিল উয়েফা সুপার কাপে। গত মাসে আতালান্তার বিপক্ষে ম্যাচটিতে গোল করেছিলেন তিনি। কিন্তু লা লিগায় মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও লাস পালমাসের বিপক্ষে গোলহীন ছিলেন এমবাপে (Kylian Mbappe)। চাপের কারণেই গোল করতে পারছেন না এরকমই বিতর্কের মুখে পড়তে হয়েছিল এই ফরাসি সুপারস্টারকে।

   

তবে এদিন ম্যাচের পর এমবাপে (Kylian Mbappe) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে।’

তবে এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে বেটিসের বিরুদ্ধে শুরু থেকেই গোল করার জন্য মরিয়া ছিলেন এমবাপে। একের পর এক সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু প্রথমার্ধে গোল করতে পারেননি তিনি। গোল করতে পারেনি রিয়ালও। ম্যাচের ৬৭ মিনিটে তিনি প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভের্দের পাস থেকে। ৮ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি করেই ডি বক্স থেকে দুই হাত প্রসারিত করে এক দাৌড়ে চলে জন কর্নার ফ্ল্যাগের কাছে, এরপর হাত দুটো ভাঁজ করে বুকের কাছে তার বিখ্যাত উদযাপন করতে দেখা যায় তাকে। আর এই সেলিব্রেশন করে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Junior) সাথে নিজের রসায়নটাও দারুণ জমিয়ে তুললেন এমবাপে।

তবে এদিন ম্যাচের ৮৪ মিনিটের মাথায় এমবাপেকে (Kylian Mbappe) তুলে নেন কোচ আনচেলোত্তি (Carlo Ancelotti)। নামান লুকা মদ্রিচকে। এমবাপে যখন মাঠ ছেড়ে বেরাচ্ছেন তখন গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। এমবাপের মুখে দেখা যায় হাসি। এই মুহূর্তে লা লিগায় চতুর্থ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর রিয়ালের মতো সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আতলেতিকো মাদ্রিদ তিন এবং ভিয়ারিয়াল চারে অবস্থান করছে।