Kylian Mbappe : এমবাপেকে খুনের হুমকি, তুলকালাম ফুটবল মহল

দল-বদলের বাজারে এখন প্রায়ই শোনা যাচ্ছে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) নাম। এরই মধ্যে মিলল ভাবিয়ে তোলার মতো একটি খবর। পিএসজি তারকাকে দেওয়া হয়েছে খুনের হুমকি।

ফ্রান্সের প্রত্যেককেই যে এমবাপের ভক্ত এমনটা নয়। সম্প্রতি বিরল রোগে আক্রান্ত একজনকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছিলেন তিনি। যা শুনে অনেকেই ক্ষুণ্ণ হয়েছেন বলে এখন মনে করা হচ্ছে। ফ্রান্সের যে শহরে বেড়ে ওঠা, ফুটবল প্রশিক্ষণ; সেই বন্ডি শহরেই মৃত্যুর হুমকি পেয়েছেন পিএসজি তারকা। তাঁর একটি প্রতিকৃতি রয়েছে সেখানে। যার ওপর দাগ কেটেছে গ্রাফিতি। স্প্রে রঙ দিয়ে লিখা, ‘এমবাপ্পে, তুমি মৃত’। কে বা কারা এই কীর্তির সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনও পর্যন্ত মেলেনি সদুত্তর। ঘটনার ওপর লেগেছে রাজনীতির রঙ।

   

গ্রাফিতি প্রসঙ্গে বন্ডি শহরের প্রাক্তন মেয়র সিলভিন থমাসিন বলেছেন, ‘কাপুরুষোচিত এবং হীন মনোভাবের দ্বারা চালিত এমন কাজ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। এমবাপ্পের এই প্রতিকৃতি আমাদের গর্ব। নিজের স্বপ্নকে কীভাবে বাস্তবে পরিণত করতে হয় তার বাস্তব উদাহরণ। মানুষ যে আশাকে নিয়ে এগিয়ে চলে, এই গ্রাফিতি সেই আশার ওপরেই কালি ছিটিয়েছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন