কেরালা ব্লাস্টার্স নিয়ে আবেগঘন পোস্ট পেপ্রাহর

শেষ দুইটি সিজন ধরে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন কোয়ামি পেপ্রাহ (Kwame Peprah)। যখনই সুযোগ পেয়েছিলেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন ঘানার…

Kwame Peprah Kerala Blasters

শেষ দুইটি সিজন ধরে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন কোয়ামি পেপ্রাহ (Kwame Peprah)। যখনই সুযোগ পেয়েছিলেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন ঘানার এই তারকা ফরোয়ার্ড। যারফলে সময় যত এগিয়েছিল ততই দলের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন এই ফুটবলার। তবে ভারতে খেলতে আসার পর প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় মরসুমে খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দলের হয়ে খেলতে নেমেছিল প্রায় ২৩টি ম্যাচ। যার মধ্যে ৬টি গোল ছিল এই ফুটবলারের।

দল চূড়ান্ত সাফল্য না পেলেও একক দক্ষতায় তাঁর পারফরম্যান্স দলের নিরিখে যথেষ্ট প্রশংসনীয় হয়ে উঠেছিল। যার ফলে অনেকেই মনে করেছিল যে নয়া মরসুমে ও হয়তো তাঁকে রেখেই দল সাজাবেন নবনিযুক্ত কোচ ডেভিড কাতলা। কিন্তু সেটা হয়নি। বর্তমানে ভারতবর্ষ ছেড়ে কম্বোডিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবে যোগদান করেছেন এই হাইপ্রোফাইল ফরোয়ার্ড। গত ৩ রা জুলাই সেই দেশের ফুটবল ক্লাব রিয়েং এফসিতে যোগদান করেন তিনি। সেক্ষেত্রে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে কম্বোডিয়ার এই দল।

   

বলাবাহুল্য, গত সিজনে এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনাল ম্যাচ খেলেছিল এই ফুটবল ক্লাব। চূড়ান্ত সাফল্য না এলেও ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। সেক্ষেত্রে এবার কোয়ামি পেপ্রাহর দিকে বিশেষ নজর থাকবে সমর্থকদের। তবে নতুন দলে যোগদান করলেও নিজের পুরনো ক্লাবের কথা যে তিনি কখনও ভুলতে পারবেন না সেটা জানিয়ে দেন নিজের সোশ্যাল সাইটে। বেশ কিছু ঘন্টা আগেই কেরালা ব্লাস্টার্স ক্লাব এবং সমর্থকদের নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন এই ফুটবলার। সেখানে তিনি লেখেন, ” কোচিতে অবিস্মরণীয় দুই বছর কাটানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হলুদ ও নীল জার্সিতে আপনাদের সামনে পারফর্ম করার সৌভাগ্য অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। সেই অসাধারণ পরিবেশ আমার বাকি জীবন ধরে আমার সাথে থাকবে।”

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kwame Peprah (@peprah305)

আরও লেখেন, ” গোল এবং জয়কে স্বাগত জানানো মঞ্জাপ্পাদের গর্জন সত্যিই বিশেষ। দুর্ভাগ্যবশত, আপাতত আমাদের একসাথে যাত্রার এখানেই শেষ, কিন্তু আমি সবসময় হৃদয় থেকে ইয়োলো আর্মির অংশ থাকব। আর কে জানে, হয়তো একদিন আমাদের আবার দেখা হবে।” অর্থাৎ নিজের পুরনো দলকে আবার ফিরে পেতে আগ্ৰহী এই ফুটবলার।