Krunal Pandya: জীবন বদলে দিয়েছে ত্রুনাল পান্ডিয়া-র

ব্যাট ধার করে খেলতেন (Krunal Pandya)। সারাটা দিন কেটে যেত ম্যাগি খেয়ে। সেই ছেলের জীবন বদলে দিয়েছে খেলাধূলা।

বৃহস্পতিবার ছিল ত্রুনাল পান্ডিয়া-র জন্মদিন। ৩১ বছরে পা রাখলেন তিনি. বাবা হিমাংশু পান্ডিয়া দুই ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে অনেক কষ্ট করেছেন। আর্থিক সমস্যায় জেরবার ছিল পান্ডিয়া পরিবার। বাবা হিমাংশু পান্ডিয়া স্বপ্ন দেখেছিলেন, তাঁর দুই ছেলে যেন ক্রিকেটার হয়। তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। ক্রুনাল ও হার্দিক পান্ডিয়া এখন জাতীয় দলে খেলা ক্রিকেটার। একটা সময় হার্দিক ও ক্রুনাল ব্যাট ধার করে ক্রিকেট খেলতেন। ট্রাকে চেপে যেতেন প্র্যাকটিসে। তবে এখন তাঁরাই দেশের অন্যতম সেরা অলরাউন্ডার।

   

ক্রিকেট তাঁর জীবন বদলে দিয়েছে। ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় ত্রুনালের। তার পর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। আইপিএলে ভাল খেলার সুবাদে ২০১৮ সালে ভারতীয় দলে খেলার জন্য ডাক পান ক্রুনাল। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। আইপিএলে ত্রুনাল পান্ডিয়া খেলবেন লখনউ সুপার জায়েন্টস-এর হয়ে। ৮.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে লখনউ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন