‘সপ্তম ডিভিশনের’ দলের সঙ্গে পাকিস্তানকে তুলনা করে বিস্ফোরক শ্রীকান্ত

২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) মঞ্চে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। তবে ঐতিহ্যগত এই হাইভোল্টেজ লড়াইয়ের (India Cricket…

Krishnamachari Srikkanth slams Pakistan ahead India vs Pakistan in Asia Cup Super Four

২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) মঞ্চে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। তবে ঐতিহ্যগত এই হাইভোল্টেজ লড়াইয়ের (India Cricket News) উত্তাপ এবার কিছুটা কম বলে দাবি করছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার (India Former Cricketer) কৃষ্ণমাচারী শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। শুধু তাই নয়, পাকিস্তান দলকে তিনি সরাসরি চলতি চেন্নাই ক্রিকেট লিগের সপ্তম ডিভিশনের দলের সঙ্গে তুলনা করে কার্যত বিদ্রুপ করেছেন (Bengali Sports News)।

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক সময় তুমুল উত্তেজনা, ক্রিকেটবিশ্বের বড় আকর্ষণ। কিন্তু এখন সেই আকর্ষণ ফিকে হয়ে গেছে। পাকিস্তানের এই দল ভারতের সঙ্গে কোনওভাবে টেক্কা দিতে পারে না। ওদের অবস্থা চেন্নাই লিগের সপ্তম ডিভিশনের দলের মতো।”

   

তিনি আরও বলেন, “পাকিস্তানের উচিত অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে খেলা। ওরা এখন আর শীর্ষ সাত দেশের মধ্যে পড়ে না। আমার মতে, এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পাকিস্তানকে অংশগ্রহণের সুযোগ দেওয়াটাই ভুল। ওদের অবিলম্বে বাদ দেওয়া উচিত।”

এই তীব্র মন্তব্যের পেছনে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স বড়ো কারণ। গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে মাত্র ১৫.৫ ওভারেই জয়ের রান তুলে ফেলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে। এমনকি সংযুক্ত আরব আমিরশাহির মতো তুলনামূলকভাবে দুর্বল দলের বিপক্ষেও পাকিস্তান মাত্র ১৪৬ রান করতে পেরেছিল।

এই পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তবে শ্রীকান্তের মন্তব্য যে কড়া ও সরাসরি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, “এই পাকিস্তান দল আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য নয়। ওদের খেলার মান, পারফরম্যান্স, পরিকল্পনা সব কিছুতেই ঘাটতি রয়েছে।”

তাঁর মতে, পাকিস্তান দল আজ আর সেই ঐতিহ্যবাহী দলের ছায়াও নয়, যারা এক সময় বিশ্বক্রিকেটে শাসন করত। সেই প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলেন, “আজকের পাকিস্তান মানে কোনও ধারাবাহিকতা নেই, কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এই দল নিয়ে ভারত-পাক দ্বৈরথের আগের উত্তেজনা ফিরবে না।”

Advertisements

প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন সলমন আলি আঘা। তাঁর নেতৃত্বেও দল যে আশানুরূপ ফল দিতে পারেনি, তা পরিসংখ্যানেই স্পষ্ট। আর এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতেই শ্রীকান্তের এই মন্তব্য নিঃসন্দেহে পাকিস্তান শিবিরে চাপ বাড়াবে।

Krishnamachari Srikkanth slams Pakistan ahead India vs Pakistan in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News