HomeSports NewsCFL: সুরুচির হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা

CFL: সুরুচির হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা

- Advertisement -

সামনেই কলকাতা ফুটবল লিগ (CFL)। বাংলার ফুটবল প্রেমীদের নজরে থাকবে সুরুচি সংঘ। এবার এই ক্লাবের হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা সোরেন। কলকাতা ফুটবলে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন কৃষ্ণা সোরেন। খিদিরপুরের হয়ে খেলেছেন দুই মরসুম, এরিয়ান ক্লাবের হয়েও দু’মরসুম খেলেছেন তিনি। এরিয়ান ক্লাবের হয়ে গতবার মাঠে নামার খুব বেশি সুযোগ পাননি। হাতেগোনা কয়েকটি ম্যাচে মাঠে নেমেছিলেন।

   

তিনবার এসিএল ইনজুরির পরেও বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন ‘সব্জি বিক্রেতা’ তাপস

সুরুচির হয়ে আরও বেশি প্লে টাইম পাবেন বলে আশা করছেন কাঁচরাপাড়ার কৃষ্ণা সোরেন। অভিজ্ঞ কোচ রঞ্জন ভট্টাচার্যকে সামনে রেখে দল সাজিয়েছে সুরুচি সংঘ। দলে রয়েছেন কলকাতা ফুটবল লিগ খেলা একাধিক পরিচিত মুখ।

অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী পরবর্তী স্ট্রাইকারের খোঁজ চলছে গোটা দেশ জুড়ে। কৃষ্ণা সোরেন স্ট্রাইকার, উইং হাফ পজিশনেও খেলতে পারেন। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে রয়েছে গোল। মাঠে নামার আরও বেশি সময় পেলে ভাল কিছু করে দেখাতে পারবেন বলে আশা করছেন তিনি।

East Bengal: বার্সেলোনার লা মাসিয়ার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদ্রত!

কলকাতা ফুটবল লিগে এখন বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নেই। গত মরসুম থেকে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলার তুলে নিয়ে আসার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই সুযোগটাকেই কৃষ্ণা কাজে লাগাতে চাইছেন।

টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখেন কৃষ্ণা সোরেন। সুরুচির হয়ে খেলে প্রতিপক্ষের জালে বল জড়ানোই আপাতত তাঁর লক্ষ্য।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular