মোহনবাগান ক্লাবের হয়ে আই লিগ জয়ী দলের সদস্য। মোহনবাগানই তাঁকে নিয়ে এসেছিল ভারতীয় ফুটবলে। আই লিগ ট্রফি জিতে কোমরন তুরসুনভ (Komron Tursunov) সবুজ মেরুন জনতার কাছে রাতারাতি হয়েছিল হিরো। তাঁকে নিয়েই শুরু হয়েছে নতুন দলে যোগ দেওয়ার জল্পনা (Transfer Rumours)।
Hugo Boumous: হুগো বুমোসকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা
তাজিকিস্তানের স্ট্রাইকার কোমরন তুরসুনভ ভারতীয় ফুটবলের বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। রাজস্থান ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, ট্রাউ, গোকুলাম কেরালা এফসির মতো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আই লিগে বেশ কিছু গোল রয়েছে তুরসুনভের নামের পাশে। আই লিগে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এখনও খেলা হয়নি তাঁর।
তুরসুনভ ভারতের আরো এক ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আইএসএল ক্লাবের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার সম্ভবনার কথা শোনা যাচ্ছে সম্প্রতি। চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) তাজিকিস্তানের এই স্ট্রাইকারকে দলে নেওয়ার ব্যাপারে উৎসাহী বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে।
Odisha FC: মোহনবাগান-মুম্বইকে টক্কর দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করতে পারে ওডিশা
চেন্নাইয়িন এফসি সীমিত বাজেটের মধ্যে প্রতিভাবান দল গঠন করার জন্য পরিচিত। তরুণ ভারতীয় ফুটবলারদের ওপর আস্থা রেখে করা হয় দল গঠন। ২০১৭-১৮ মরসুমে আইএসএল জয়ী এই ক্লাব নিজেদের পুরোনো ফর্ম ফিরে পেতে চাইছে। নতুন মরসুমের জন্য আক্রমণভাগ আরো মজবুত করতে চাইছে চেন্নাইয়িন এফসি টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোমরন তুরসুনভ হতে পারেন ভাল অপশন।