Sunday, December 7, 2025
HomeSports NewsKomron Tursunov: আইএসএল খেলার পথে কোমরন তুরসুনভ?

Komron Tursunov: আইএসএল খেলার পথে কোমরন তুরসুনভ?

- Advertisement -

মোহনবাগানের হয়ে আই লিগ জেতা কোমরন তুরসুনভকে (Komron Tursunov) নিয়ে জল্পনা ক্রমে বাড়ছে। ইন্ডিয়ান সুপার লিগে খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে লিগের একাধিক ক্লাব নাকি আগ্রহী। যদিও এ ব্যাপারেও দ্বিমত রয়েছে।

কোমরন তুরসুনভকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে সম্প্রতি। চেন্নাইয়িন এফসি তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। সেই সঙ্গে এখন জল্পনায় যুক্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের আরো একটা দলের নাম. পাঞ্জাব এফসিও নাকি কোমরন তুরসুনভকে দলে যুক্ত করার ব্যাপারে আগ্রহী।

   

Transfer Rumours: তিরি যাবেন কেরালা ব্লাস্টার্সে? জানুন সম্ভাবনা কতটা

কোমরন তুরসুনভ সংক্রান্ত জল্পনার ক্ষেত্রেও অবশ্য দ্বিমত রয়েছে। চেন্নাইয়িন এফসি সত্যি তাঁর প্রতি আগ্রহী কি না সে ব্যাপারে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। তবে ভারতীয় ফুটবল মহলের অনেকেই হয়তো মেনে নেবেন, ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পাওয়ার মতো যোগ্যতা তুরসুনভের রয়েছে।

তাজিকিস্তানের স্ট্রাইকার কোমরন তুরসুনভ ভারতীয় ফুটবলের বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। রাজস্থান ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, ট্রাউ, গোকুলাম কেরালা এফসির মতো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আই লিগে বেশ কিছু গোল রয়েছে তুরসুনভের নামের পাশে। আই লিগে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এখনও খেলা হয়নি তাঁর।

East Bengal: ইস্টবেঙ্গল প্লেয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ

হঠাৎ তাঁকে নিয়ে কেন শুরু হল জল্পনা? চেন্নাইয়িন এফসি ও পাঞ্জাব এফসি, দুই দলেরই আক্রমণভাগে নতুন ফুটবলার লাগবে। এই দুই দলের আক্রমণভাগের মূল চালিকা শক্তি ছিলেন বিদেশি ফুটবলাররা। নতুন মরসুমের আগে চেন্নাইয়িন এফসি ও পাঞ্জাব এফসি স্কোয়াডে কিছু বদল লক্ষ্য করা যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular