বড় সুযোগ পেলেন মোহনবাগানের হয়ে আই লীগ জয়ী বিদেশি

নতুন মরসুমের আগে নতুন চ্যালেঞ্জ। বড় সুযোগ পেলেন মোহনবাগানের হয়ে আই লীগ জেতা বিদেশি ফুটবলার Komron Tursunov।

komron tursunov

মোহনবাগানের (Mohun Bagan) হাত ধরে এসেছিলেন ভারতে। জিতেছিলেন আই লীগ (I-League )। তারপর সিনিয়র কেরিয়ারের বেশিরভাগ সময় কাটছে ভারতীয় ফুটবল আঙিনায়। নতুন মরসুমের আগে নতুন চ্যালেঞ্জ। বড় সুযোগ পেলেন মোহনবাগানের হয়ে আই লীগ জেতা বিদেশি ফুটবলার Komron Tursunov।

Komron Tursunov – এর কথা মোহনবাগান সমর্থকদের নিশ্চই মনে রয়েছে। ২০১৯-২০ মরসুমে বয়সে তরুণ তাজিকিস্তানের এই ফরোয়ার্ডকে নিয়ে এসেছিল ক্লাব। প্রথম একাদশের নিয়মিত ফুটবলার না হলেও দলের প্রয়োজনে বহুবার মাঠে নেমেছিলেন কোমরন। সবুজ মেরুন জার্সি পরে করেছেন একাধিক গোল। প্রতিপক্ষের গোলের সামনে উঠতি ফুটবলারের প্রতিভা ফুটবল প্রেমী সহ ভারতের অন্যান্য ক্লাবের নজর এড়ায়নি। যার ফলে ভারতীয় ফুটবলের একাধিক ক্লাবে সুযোগ পেয়েছেন তিনি।

   

আগামী মরসুমে Komron Tursunov -কে খেলতে দেখা যাবে গোকুলাম কেরালা এফসিতে, সম্প্রতি এমনটাই খবর পাওয়া গিয়েছে। গত মরসুমে আই লীগের অন্য একটি দল Trau এফসির হয়ে তিনি খেলেছিলেন। তুর্সুনভ ব্যক্তিগত ভাবে ভালো খেললেও দলগত ভাবে ক্লাবের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। Trau এফসির হয়ে আঠারো ম্যাচে করেছিলেন ৮ গোল। ট্রাউ এফসিতে দুই দফায় খেলেছিলেন তাজিকিস্তানের জাতীয় দলে খেলা এই ফুটবলার। ২০২০-২১ মরসুমে ট্রাউ এফসির হয়ে খেলে করেছিলেন ৬ গোল।

বিগত কয়েক মরসুমে আই লীগের অন্যতম সাড়া জাগানো দল হিসেবে উঠে এসেছে গোকুলাম কেরালা এফসি। AFC খেলার অভিজ্ঞতা ইতিমধ্যে অর্জন করেছে ক্লাব। এটিকে মোহন বাগানের মতো হেভিওয়েট দলকে যথেষ্ট বেগ দিয়েছিল দক্ষিণ ভারতের আই লীগ খেলা এই ক্লাব। আগামী মরসুমে এই দলের জার্সি পরে মাঠে নামতে পারেন Komron Tursunov।