Kolkata: করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন “দাদা”

Sports desk: সম্প্রতি, কোভিড-১৯ ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে’র (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মারণ ভাইরাসের বিরুদ্ধে দাঁতে দাঁত…

Sourav Ganguly

Sports desk: সম্প্রতি, কোভিড-১৯ ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে’র (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মারণ ভাইরাসের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে সুস্থ হওয়াতে চিকিৎসকদের দল মহারাজকে হাসপাতাল থেকে রিলিজ করেছে।

Advertisements

করোনায় আক্রান্ত হওয়ার পর কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই সময় প্রায় তিনজন চিকিৎসক টিম সারাক্ষণ সৌরভের চিকিৎসার তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।

   

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলতি বছরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে হার্ট অ্যাটাকের কারণে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এ সময় তাকে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা নিয়ে চিকিৎসকরা মেডিকেল বুলেটিনে জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও দাদা কয়েকদিন নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন। এ সময় তার স্বাস্থ্যেরও খেয়াল রাখা হবে। এছাড়া তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং শ্রীঘ্রই মানুষের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

 ২০২১ সাল দাদার জন্য বিশেষ কিছু ভাল কাটেনি। প্রথমে দাদাকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের বিতর্কেও নাম জড়িয়ে গিয়ে অবশেষে সমস্ত বিতর্কে ইতি টানতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কাছে অধিনায়কত্বের বিতর্কে ঢোক গিলতে হয়। এই দুই বড় সমস্যা থেকে বেরিয়ে এসে সৌরভ করোনার কবলে পড়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ।