Kolkata Police: বিশ্বকাপ টিকিট কালোবাজারি তদন্তে স্নেহাশিস গাঙ্গুলীকে পুলিশ জেরা করবে

টিকিটের কালোবাজারি কাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। ইডেন গার্ডেন্স এর বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিটের কালোবাজারি কাণ্ডে তলবের নোটিশ পাঠিয়ে…

Kolkata Police: বিশ্বকাপ টিকিট কালোবাজারি তদন্তে স্নেহাশিস গাঙ্গুলীকে পুলিশ জেরা করবে

টিকিটের কালোবাজারি কাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। ইডেন গার্ডেন্স এর বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিটের কালোবাজারি কাণ্ডে তলবের নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তল্লাশি অভিযানে ৭৫টি টিকিট উদ্ধার হয়েছে। পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও কী করে টিকিটের কালোবাজারি হচ্ছে তা জানতেই তলব পুলিশ সূত্রে খবর।

টিকিটের কালোবাজারি কান্ডে গতকাল নতুন করে চারটি এফআইআর দায়ের হয়েছে। গতকাল ময়দান থানার পক্ষ থেকে ও কলকাতা পুলিশের পক্ষ থেকে ১৬০ সিআরপিসি তে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সিএবির প্রেসিডেন্ট তাকে নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসা সম্মুখীন হতে হবে সিএবির প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে। সেই মর্মে নোটিশ কলকাতা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে।

গতকাল কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল টিকিটের কালোবাজারি রুখতে তারা বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু করেছে। দমদম বিবাদীবাগ নেতাজি নগর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৭৫ টা টিকিট ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচের পাওয়া গেছে। অনলাইন অ্যাপের মাধ্যমে ইন্ডিয়ান সাউথ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি হচ্ছিল। এই অ্যাপের মাধ্যমেও প্রতারণা হচ্ছে বলে জানা গেছে। সেই মর্মে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। যার তদন্ত করছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

Advertisements

এই মুহূর্তে ১৭ হাজার মেম্বার রয়েছে সিএবির। তার মধ্যে ১১ হাজার এক্টিভ মেম্বার রয়েছেন। সেই ১১ হাজারের মধ্যে ৩ হাজার জন টিকিট পেয়েছেন। বাকি ৮ হাজার মেম্বার টিকিট পাননি।‌

এবার ময়দান থানার পরে এন্টালি থানায় মামলার রুজু হয়েছে।মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সিএবি ও অনলাইন টিকেট বিক্রেতা সংস্থার বিরুদ্ধে এই মামলা হয়েছে। টিকিট নিয়ে একটি অস্বচ্ছতা বা বন্টন বৈষম্য রয়েছে বলে দাবি সমর্থকদের। সিএবি বারবার বলছে যে তাদের হাতের বাইরে। তাদের কাছে রয়েছে ৫০ শতাংশেরও কম সংখ্যক টিকিট। বাদবাকি টিকেট ছিল বিসিসিআইও অনলাইন টিকিট সংস্থার দায়িত্বে। অনলাইন টিকিট বুকিং করেও পাওয়া যাচ্ছে না টিকিট সাকসেসফুল টিকেট বুকিং প্রসেসর পরেও পাইনি টিকিট দাবি এক লাইফ মেম্বারের।