কলকাতার তিন প্রধানের বিরুদ্ধে নিশ্চিত দুই বিদেশি দল

ঘরোয়া ফুটবলের পাশাপাশি জাতীয় স্তরের টুর্নামেন্টে দল নামাবে কলকাতা তিন প্রধান ক্লাব- মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্প্রতি আসন্ন IFA শিল্ড সম্পর্কে পাওয়া গিয়েছে বড় আপডেট।

football

ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে এবার ঠাসা ক্রীড়া সূচি। কম বেশি প্রায় সব দলকেই বেশি করে ম্যাচ খেলতে হবে এবার। বিশেষ করে কলকাতার তিন প্রধানকে। ঘরোয়া ফুটবলের পাশাপাশি জাতীয় স্তরের টুর্নামেন্টে দল নামাবে কলকাতা তিন প্রধান ক্লাব- মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্প্রতি আসন্ন IFA শিল্ড সম্পর্কে পাওয়া গিয়েছে বড় আপডেট।

সামনের বছর জানুয়ারি মাসে আয়োজিত হতে পারে IFA শিল্ড। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে কলকাতার তিন ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে পারে মোট ছয়টি দল। যার মধ্যে বিদেশি দল হতে পারে তিনটি। বাংলাদেশের দুই ক্লাব শিল্ড খেলার ব্যাপারে চূড়ান্ত বলে জানা গিয়েছে। বসুন্ধরা কিংস এবং ঢাকা মোহামেডান ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে যোগ দেবে বলে খবর। বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল। ঢাকা মোহামেডান ফেডারেশন কাপ বিজয়ী দল।

   

AFC প্রতিযোগিতার সুবাদে বসুন্ধরা কিংসের কথা প্রায়ই ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় উঠে আসে। সম্প্রতি মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলা পড়েছিল তাদের। বাংলাদেশের অন্যতম সেরা এই দলকে হারিয়েই AFC প্রতিযোগিতার মূল পর্বে প্রবেশ করেছে সবুজ মেরুন ব্রিগেড। বসুন্ধরা কিংসের স্কোয়াড যে কতটা শক্তিশালী সেটা আগেই টের পাওয়া গিয়েছিল। বিশেষ করে তাদের বিদেশি ব্রিগেড রীতিমত সমীহ জাগানোর মতো।

আলাদা করে কৃতিত্ব দিতে হয় IFA-কে। বছরখানেক আগেও বাংলার বিভিন্ন টুর্নামেন্ট সম্পন্ন করা হতো এক প্রকার নম নম করে। এবার তেমনটা নয়। দীর্ঘ করা হয়েছে কলকাতা ফুটবল লীগের ফরম্যাট। খেলানো হচ্ছে না বিদেশি ফুটবলারদের। যার ফলে প্রতিযোগিতা হয়েছে আরও উপভোগ্য। সামনের বছরের শুরুতে শিল্ড আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হবে IFA।