মেসি ম্যাচের সঙ্গে জড়িত ৫ জনকে বড়সড় শাস্তি দিল IFA

বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির নাম জড়িয়ে যাওয়া প্রদর্শনী ম্যাচ কাণ্ড এবার সরাসরি প্রভাব ফেলল রাজ্য ফুটবলের (Kolkata Football) নিয়ামক সংস্থার (IFA) কাছে। ১৩ ডিসেম্বর…

kolkata-football-lionelmessi-all-star-referee-suspension

বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির নাম জড়িয়ে যাওয়া প্রদর্শনী ম্যাচ কাণ্ড এবার সরাসরি প্রভাব ফেলল রাজ্য ফুটবলের (Kolkata Football) নিয়ামক সংস্থার (IFA) কাছে। ১৩ ডিসেম্বর যুবভারতীতে অনুষ্ঠিত মেসি অল স্টার ম্যাচে অনুমতি ছাড়াই ম্যাচ পরিচালনার অভিযোগে চার রেফারি এবং এক ম্যাচ কমিশনারকে আইএফএ শৃঙ্খলা কমিটি কঠোর শাস্তি দিয়েছে।

Advertisements

হাতে ২৪ ঘন্টা তারপরেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে ICC

   

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, শাস্তি প্রাপ্ত রেফারি ও ম্যাচ কমিশনার নির্বাসন চলাকালীন আইএফএ পরিচালিত কোনও ম্যাচে যুক্ত হতে পারবেন না। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও জানানো হবে।

শাস্তির তালিকায় রয়েছেন:

রেফারি রোহন দাশগুপ্ত – ১ বছরের নির্বাসন

সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার ও দেবব্রত নস্কর – ৬ মাসের নির্বাসন

ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী – ৬ মাসের নির্বাসন

আইএফএর শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ওই চার রেফারি অনুমতি ছাড়াই মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টারের মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন। এই ম্যাচের জন্য রেফারিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রাক্তন ফুটবলার ও ডালহৌসির কোচ সুপ্রিয় দাশগুপ্ত।তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

ICC র কড়া অবস্থান! আর কিচ্ছু করার নেই বাংলাদেশের

মঙ্গলবার ওই চার রেফারির মধ্যে তিনজন হাজিরা দেন এবং শুনানিতে দোষ স্বীকার করেন। বুধবার নীলরতন সরকার ও ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী হাজিরা দেন। তাঁদের বক্তব্য শোনার পরই শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আইএফএর শৃঙ্খলা রক্ষা কমিটির এই কঠোর পদক্ষেপ ফুটবল সংশ্লিষ্ট সকলকে সতর্কবার্তা দিয়েছে। অনির্বাণ দত্ত জানান, “ফুটবল খেলার মান ও শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। অনুমতি ছাড়া কোনও প্রদর্শনী ম্যাচ আয়োজন করলে তা সঙ্গত নয়।”

Advertisements