শীঘ্রই বড়সড় কোনো খবর পেতে চলেছে কলকাতা (Kolkata) ময়দান। আগামী মরশুমের আগে মহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি।
ইন্ডিয়ান সুপার লিগে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সদ্য শেষ হওয়া আই লিগে সেরা হতে না পারলেও দলের খেলা নজর কেড়েছিল। ক্লাব কর্তারাও ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে রাখছিলেন কাজ। সেই প্রচেষ্টায় তাঁরা অনেকটাই সফল হয়েছেন বলে মনে করা হচ্ছে।
Next year for mohammedan is going to be really big … MOU signed 🙂.
Indian football , here we come .— Dipak Kumar Singh (@dipaklamb) May 17, 2022
বাংকারহিলের হাত ধরে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে খেলার স্বপ্ন বুনেছে সাদা কালো ব্রিগেড। ইউরোপের একাধিক নামী ক্লাবের সঙ্গে ক্লাবের কথা চলছিল বলে আগেই জানা গিয়েছিল।
ফুটবল মহলে শোনা যাচ্ছে, আগামী বছরে বড়সড় চমক দেওয়ার জন্য মহামেডান প্রস্তুত। মউ স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যে। ভারতীয় ফুটবলে নতুন রূপে দেখা যেতে পারে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাবকে। এক সাক্ষাৎকারে ক্লাবের তরফে আগে জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি সুখবর পেতে পারেন ফুটবল প্রেমীরা। অনুমান, অপেক্ষা শেষ হওয়ার মুখে।