Kolkata Derby: বিনামূল্যে মিলবে কলকাতা ডার্বির টিকিট, কিন্তু কোথায় ?

kolkata derby

রবিবার বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ (Kolkata Derby)।‌ যেখানে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan)। গত কয়েকদিন ধরেই এই হাইভোল্টেজ ম্যাচে নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। যারফলে অনলাইনে নিমেষে শেষ হয়ে গিয়েছে সমস্ত টিকিট। এমনকি শুক্রবারের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত অফলাইন টিকিট।

Advertisements

তবুও রয়ে গিয়েছে টিকিটের চাহিদা। এসবের মাঝেই বিশেষ বিজ্ঞপ্তি করা হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে বিনামূল্যে টিকিট বন্টনের কথা। সেই অনুযায়ী ১৭ই আগস্ট দুপুর ২টো থেকে মিলবে আসন্ন ডুরান্ড ডার্বির কম্প্লিমেন্টারি টিকিট। এক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে প্রদান করা হবে ম্যাচ টিকিট।

   
Advertisements

প্রতি মেম্বারশিপ কার্ড পিছু বরাদ্দ করা হয়েছে একটি মাত্র টিকিট। উল্লেখ্য, এই মজুত করা টিকিট একবার ফুরিয়ে গেলে আর তা দেওয়া সম্ভব নয়। যারফলে অতি দ্রুততার সাথেই টিকিট সংগ্রহের জন্য ক্লাব তাঁবুতে পৌঁছাতে হবে সদস্য সমর্থকদের।