Kolkata Derby: ইস্টবেঙ্গল জনতার কাছে খলনায়কই হয়ে রইলেন সুমিত পাসি

Sumeet Passi

সরাসরি গোল হয়নি। বল গায়ে লেগে জালে জড়িয়েছিল। এটিকে মোহন বাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের (Kolkata Derby) ফয়সালা করেছে একটি আত্মঘাতী গোল।

Advertisements

দারুণ ম্যাচ হয়েছে এমনটা বলা যাচ্ছে না। উত্তাপ, গ্যালারিতে সমর্থক উত্তেজনা সবই ছিল, খেলার মান খুব একটা ভালো হল না। বিরতির আগে দুই দলই ছন্নছাড়া গোছের ফুটবল খেলেছে। মাঝমাঠ দখল করতে চলে গিয়েছে অনেকটা সময়। এটিকে মোহন বাগান বারংবার প্রান্ত বরাবর আক্রমণ তুলে আনার চেষ্টা করেছিল, ইস্টবেঙ্গল রোখার।

প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে গোল পেয়েছিল এটিকে মোহন বাগান। লিস্টন কোলাসোর কর্নার থেকে বল গিয়ে লেগেছিল সুমিত পাসির গায়ে। সেখানে থেকে গোলে। গোলকিপার অমরজিতের কিছু করার ছিল না।

Advertisements

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন সুমিত পাসি। সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছিলেন মাঠে তাঁর ভূমিকা নিয়ে। তবুও ডার্বিতে অভিজ্ঞ সুমিত ভালো কিছু করে দেখাতে পারেন বলে অনেকে আস্থা রেখেছিলেন। শেষ পর্যন্ত তাঁর গায়ে বল লেগেই হল ম্যাচের নিষ্পত্তি। বাগানের বিরুদ্ধে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। খলনায়ক হিসেবেই রয়ে গেলেন সুমিত।