ফিফা র‍্যাঙ্কিং নয়, আবেগই শেষ কথা! ডার্বি টিকিটের জন্য নিদ্রাহীন রাত সমর্থকদের

১৫ আগস্ট গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখন কলকাতার ফুটবলপ্রেমীরা আরও এক রকম স্বাধীনতা অনুভব করলেন। কারণ ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে…

Kolkata Derby in Durand Cup 2025 where East Bengal & Mohun Bagan fans Football Passion

১৫ আগস্ট গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখন কলকাতার ফুটবলপ্রেমীরা আরও এক রকম স্বাধীনতা অনুভব করলেন। কারণ ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড কাপের (Durand Cup 2025) বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া মানেই শুধু একটা ফুটবল ম্যাচ নয়, বরং আবেগ এবং ইতিহাসের পুনর্জন্ম।

ইতিমধ্যে ডুরান্ড ডার্বিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিটের চাহিদা এতটাই বেশি, ১৫ আগস্ট রাত থেকেই ক্লাবের বাইরে লাইন দিয়েছিলেন দুই দলের অগণিত সমর্থক। কেউ বোনগাঁ থেকে, কেউ আবার দূরদূরান্তের গ্রাম থেকে ছুটে এসেছেন কেবলমাত্র একটা টিকিটের জন্য। দুই দলের সমর্থকরাই ম্যাচের টিকিট পেতে রাতভর অপেক্ষা করলেন ক্লাব তাঁবুর বাইরে।

   

যুবভারতীর ৬২,৪৪০ জনের আসন সংখ্যার মধ্যে ৩৬,৪০৩টি কমপ্লিমেন্টারি পাস রাখা হয়েছে বিভিন্ন ক্লাব, স্পনসর, সরকারি সংস্থা ও সেনাবাহিনীর জন্য। বাকি ২৬,০৩৭টি টিকিটের মধ্যে ১০,৭২৫ টি কিনে নিয়েছে অংশগ্রহণকারী ক্লাব ও IFA। ফলে সাধারণ বিক্রির জন্য বরাদ্দ মাত্র ১৫,৩১২টি টিকিট।

ফিফা র‍্যাঙ্কিং নয়, আবেগই শেষ কথা! ডার্বি টিকিটের জন্য নিদ্রাহীন রাত সমর্থকদের

ডার্বির দিন পরিসংখ্যানের গুরুত্ব কমে যায়। ফিফা র‍্যাঙ্কিং হোক ১৩৩, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই শহর ফুটবল পরিসংখ্যান দিয়ে নয়, আবেগ দিয়ে বাঁচে। এই ম্যাচ শুধু ঘটি বনাম বাঙাল নয়, গোটা বাঙালির আবেগের লড়াই।

Advertisements

ডার্বি মানেই শতবর্ষ পেরিয়ে আসা ইতিহাসের একেকটা স্তর খুলে যাওয়া। প্রথম খেলা হয়েছিল ১৯২১ সালে। সেই থেকে আজ অবধি এই লড়াইয়ে অনেক নায়ক জন্ম নিয়েছে, অনেক হৃদয়ভাঙা গল্প লেখা হয়েছে। কিন্তু আবেগের তীব্রতা একটুও কমেনি। গ্যালারিতে এখনও সেই একনিষ্ঠ সমর্থক, যাঁদের কাছে জার্সি নয় ইতিহাসই মুখ্য।

এই বছরের ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে দুই দলই সব ম্যাচ জিতে এসেছে। যদিও গত মাসে কলকাতা লিগে মুখোমুখি লড়াইয়ে ৩-২ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এবার মোহনবাগান চাইবে তার বদলা নিতে। ডুরান্ডের ইতিহাসে মোহনবাগানের ১৭টি শিরোপা রয়েছে, ইস্টবেঙ্গলের ১৬টি। তাই হয়ত সেমিফাইনালের টিকিট ছাড়াও, গৌরব এবং আত্মসম্মান রয়েছে বাজি ধরে।

Kolkata Derby in Durand Cup 2025 where East Bengal & Mohun Bagan fans Football Passion