মোহনবাগানে রবসন! ইস্টবেঙ্গলে মিগুয়েল! কলকাতা ডার্বিতে ব্রাজিলিয়ান দ্বৈরথ?

মোহনবাগান ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহোকে সই করিয়ে আইএসএলের জন্য ছয়জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ করল। স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট হোমসিকনেসের কারণে দল ছাড়ায় তাঁর বদলি…

Kolkata Derby Ignites with Brazilian Duel: Robson vs Miguel in ISL

মোহনবাগান ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহোকে সই করিয়ে আইএসএলের জন্য ছয়জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ করল। স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট হোমসিকনেসের কারণে দল ছাড়ায় তাঁর বদলি হিসেবে রবসনকে নিয়ে এল সবুজ-মেরুন। অন্যদিকে, ইস্টবেঙ্গল ব্রাজিলিয়ান মিগুয়েলকে দলে ভিড়িয়েছে। ফলে আসন্ন কলকাতা ডার্বিতে (Kolkata Derby) দুই ব্রাজিলিয়ান বন্ধুর মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনায় উৎসাহ তুঙ্গে।

Advertisements

রবসন ও মিগুয়েল দুজনেই বাংলাদেশের বসুন্ধরা কিংসে একসঙ্গে খেলেছেন। তাঁরা ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজোর অধীনে প্রিয় ফুটবলার ছিলেন। মিগুয়েল লাল-হলুদের প্রস্তাব গ্রহণ করলেও রবসনকে বেছে নিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। বসুন্ধরা ছাড়ার পর রবসন ব্রাজিলের আগুয়া সান্তা ক্লাবে খেলছিলেন। সেখান থেকে তিনি এবার কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিচ্ছেন।
গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডে ফিরে স্থানীয় ক্লাবে খেলার ইচ্ছায়। আগে থেকেই রবসনের সঙ্গে কথা চালিয়ে মোহনবাগান তাঁকে দলে টানে।

   

অন্যদিকে মোহনবাগান মুম্বই সিটি এফসি-র ডিফেন্ডার মেহতাব সিংয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আনোয়ার আলির প্রস্থানে রক্ষণের শূন্যতা পূরণে মেহতাব গুরুত্বপূর্ণ হতে পারেন, যদিও তাঁর আগমন এখনও নিশ্চিত নয়।

অতীতে মোহনবাগানে হোসে ব্যারেটো বা ইস্টবেঙ্গলে ডগলাস দ্য সিলভার মতো ব্রাজিলিয়ানরা কলকাতা ডার্বিকে রাঙিয়েছেন। এবার রবসন ও মিগুয়েলের দ্বৈরথে সল্টলেকের মাঠে সাম্বা ঝড় উঠবে। রবসন অতীতে বসুন্ধরার হয়ে মোহনবাগানের জালে গোল করেছেন। মিগুয়েলের সঙ্গে তাঁর বন্ধুত্বে ফাটল ধরলেও মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র।