Mohun Bagan and East Bengal: অবশেষে শেষ হলো ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি (Kolkata Derby)। নির্ধারিত সময় শেষে ২-২ গোল থাকে খেলার ফলাফল। লাল-হলুদের হয়ে গোল করেন যথাক্রমে অজয় ছেত্রী ও ক্লেটন সিলভা। অন্যদিকে, সবুজ-মেরুনের জার্সিতে গোল পান যথাক্রমে আর্মান্দো সাদিকু ও দিমিত্রি পেত্রাতোস। আজ এগিয়ে থেকে ও জয় পাওয়া সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের।
অন্যদিকে, পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল হাবাসের ছেলেরা। যারফলে, ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকল মোহনবাগান। অন্যদিকে, ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে আসল ইস্টবেঙ্গল।
তবে জেতা ম্যাচ আটকে যাওয়ায় কিছুটা হলেও অখুশি লাল-হলুদ সমর্থকরা। উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল লাল-হলুদ ব্রিগেড । যারফলে ম্যাচের প্রথম চার মিনিটের মাথায় গোল করে যান অজয়। তারপর যত সময় এগিয়েছে আধিপত্য বিস্তার করেছে ইস্টবেঙ্গল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় এসে গোল শোধ করে যান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তাই প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমনের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ।
যার সুবাদে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এতে ২-১গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । তবে নির্ধারিত সময় শেষে হওয়ার আগেই গোল শোধ করে মান বাঁচান দিমিত্রি পেত্রাতোস।