কলকাতার ফুটবলপ্রেমীদের (Kolkata Football Fans) দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল আগামী শনিবার, ১৯ জুলাই। কলকাতা লিগে (CFL 2025) মরসুমের প্রথম ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হত ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan SG)। কিন্তু শেষ মুহূর্তে তৈরি হওয়া জটিলতার জেরে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, ২৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় কল্যাণী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ লড়াই।
বৃহস্পতিবার সকাল থেকেই ডার্বি ঘিরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। কলকাতা লিগের প্রধান আয়োজক সংস্থা আইএফএ (IFA), উত্তর ২৪ পরগনা স্পোর্টস ফেডারেশন এবং নদীয়া জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা যৌথভাবে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে বসেন। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, ম্যাচ নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব নয়। অতএব, ডার্বি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “ভ্যেনু পরিবর্তন না করে যদি একই দিনে খেলা করতে হতো, তাহলে আরও বড় বিপদ হতে পারত। সময় খুব কম থাকায় পুলিশের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো না। সেই কারণেই ২৬ জুলাই ডার্বি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ম্যাচের ভেনু হিসাবে প্রথম থেকেই কল্যাণী স্টেডিয়ামের কথা ভাবা হয়েছিল। তবে সেই স্টেডিয়ামে নিরাপত্তা সংক্রান্ত একাধিক ঘাটতি ছিল বলে জানায় নদীয়া জেলা পুলিশ। তাদের বক্তব্য, স্টেডিয়ামে ফেন্সিং নেই, পর্যাপ্ত পার্কিং নেই, এমনকি দুই দলের সমর্থকদের জন্য আলাদা গেটের ব্যবস্থাও নেই। এর মধ্যে ডার্বির মতো উত্তেজনাপূর্ণ ম্যাচ আয়োজন করা নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জের। তাই ম্যাচের তিনদিন আগে পুলিশ আইএফএ-কে জানিয়ে দেয়, তারা ১৯ তারিখ ম্যাচ আয়োজনের অনুমতি দিতে পারছে না।
১৯ তারিখে ম্যাচ হলে সময় হাতে থাকত মাত্র কয়েক দিন। এত কম সময়ের মধ্যে টিকিট বণ্টন, দর্শকদের প্রবেশ ও বেরোনোর জন্য গেটের আলাদা ব্যবস্থা, গ্যালারিতে নিরাপত্তার চাদর, সব কিছুই আয়োজকদের কাছে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। তার উপর দর্শকদের বিশাল ভিড় সামলানোও হত দুরূহ কাজ। এই পরিস্থিতিতে আইএফএ দুই ক্লাবকে বিষয়টি জানালে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয় পক্ষই সম্মতি দেয় ম্যাচ পিছিয়ে দেওয়ার প্রস্তাবে।
ম্যাচ পিছিয়ে যাওয়ার ফলে দর্শকদের জন্য কিছুটা স্বস্তি এসেছে বটে। আইএফএর তরফে জানানো হয়েছে, এবার ডার্বিতে নিরাপত্তা আরও বাড়ানো হবে। স্টেডিয়ামে বড় আকারে ফেন্সিং বসানো হতে পারে, পার্কিংয়ের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আপাতত নির্ধারিত হয়েছে, মাত্র ১০ হাজার দর্শকই মাঠে বসে খেলা দেখতে পারবেন। অতিরিক্ত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। যদিও আইএফএ আশ্বাস দিয়েছে, অতিরিক্ত সময় পাওয়ায় এবার আরও ভালোভাবে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। আয়োজনে কোনও ত্রুটি রাখবে না সংস্থা।
Kolkata Derby East Bengal vs Mohun Bagan SG in CFL 2025 postponed to July 26