যুবভারতী ক্রীড়াঙ্গনে রোববার ডার্বি’র (Kolkata Derby) শুরুর আগে ক্লাব সমর্থক’দের সাথে সৌহার্দ্য বিনিময় করতে দেখা গেলো এটিকে মোহনবাগান দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা’কে (Sanjeev Goenka)।
সমর্থক’দের নমস্কার জানানোর পাশাপাশি তোলেন সেলফিও।এদিন ভিআইপি বক্সের থেকে বেরিয়ে এসে তিনি এগিয়ে যান ভিআইপি গ্যালারি’র দিকে,তার সাথে ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত।এছাড়া বাবুন ব্যানার্জী এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত’ও ছিলেন তার সাথে।
রোববার ডার্বি’র দিনটা নিশ্চিত ভালো গেছে সবুজ মেরুন কর্ণধারের।কারণ ইস্টবেঙ্গলের সুমিত পাসির করা আত্মঘাতী গোলে ম্যাচে জয়লাভ করেছে এটিকে মোহনবাগান।এর আগে ডুরান্ডের দুই ম্যাচে জয় অধরা ছিলো ফেরান্দোর দলে, প্রথম ম্যাচে আইলিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে গেছিলো তারা।তাই ডার্বি জয় এবং সেই জয়ের ফলে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখায়, আপাতত আনন্দের আবহ সবুজ মেরুন শিবিরে।