টানা ছয় ডার্বি’তে (Kolkata Derby) জয়৷ তার পাশাপাশি চলতি ডুরান্ডে প্রথম জয়ের স্বাদ। সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে সবুজ মেরুন শিবিরের (ATK Mohan Bagan)।
ডার্বি’র শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেছিল এটিকে মোহনবাগান। তেমনই উল্টো দিকে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের ডিফেন্স তেমনই আটোসাটো। যেমন ভাবেই হোক গোল খাওয়া চলবেনা।এটাই ছিল স্টিফেন কনস্টানটাইনের লক্ষ্য।
একের পর এক আক্রমণ শানালেও,কিছুতেই গোল মুখ খুলতে পারছিল না মোহনবাগান।ম্যাচের একমাত্র গোলটি আসে ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোলের সৈজন্যে।
এত পরিমাণে গোলের সুযোগ মিস হলেও খেলা শেষে খুব বিশেষ একটা চিন্তিত দেখালো না জুয়ান ফেরান্দো’কে। খেলা শেষে তিনি বলেছেন, “ইস্টবেঙ্গল ভালো খেলেছে।ওদের এবারের দল বেশ ভালো।বেশ কিছু কঠিন মুহূর্তে পরতে হয়েছিল আমাদের দলের ফুটবলার’দের।তবে আমাদের ফুটবলার’রা পরিকল্পনা মাফিক খেলেছে ম্যাচে।প্রচুর সুযোগ তৈরি করেছে।তবে গোল মিস করা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করছিনা।কারণ সুযোগ তৈরি করাটাই খুব গুরুত্বপূর্ণ।আসছে ম্যাচ গুলো’তে আরও উন্নতি করতে হবে আমাদের।”