সাইকেলের প্যাডেলে ফিটনেসের ডাক দিয়ে তিলোত্তমায় প্রথমবার সাইক্লোথন

স্বাস্থ্য, সবুজ পরিবেশ ও সামাজিক সংহতির এক মহোৎসবের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ৯ নভেম্বর, ২০২৫, কোল ইন্ডিয়া নিবেদিত ‘কলকাতা সাইক্লোথন ২০২৫’ (Kolkata Cyclothon 2025) অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) প্রাঙ্গণ থেকে। লোহা ফাউন্ডেশন, সাই এবং ফিট ইন্ডিয়া মুভমেন্টের যৌথ উদ্যোগে এই প্রথমবার শহরের বুকে আয়োজিত হচ্ছে কলকাতা সাইক্লোথন।

Advertisements

শনিবার সাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লক্ষ্মণ ডঙারি, কলকাতা সাইক্লোথনের ডিরেক্টর কৃষ্ণ প্রকাশ এবং লোহা ফাউন্ডেশনের ইভেন্ট ডিরেক্টর মেহের তিওয়ারি।

কলকাতায় অনুষ্ঠিত প্রথম বছরের সাইক্লোথনে থাকবে মোট চারটি বিভাগ। ৭০ কিমি প্রো রাইড, ৫০ কিমি এন্ডুরেন্স রাইড, ২৫ কিমি অ্যামেচার রাইড, এবং ১০ কিমি ফান রাইড। এছাড়াও, যারা সাইকেল চালাতে চান না তাদের জন্য থাকছে ৫ কিমি ফান রান।

সুপার কাপের প্রথম ম্যাচে ডেম্পোর বিপক্ষে পিছিয়ে ইস্টবেঙ্গল

প্রতিটি বিভাগেই রয়েছে আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ৭০ কিমি বিভাগে বিজয়ীরা পাবেন ৩০,০০০ টাকা, ৫০ কিমিতে ২০,০০০ টাকা এবং ২৫ কিমিতে ১৫,০০০ টাকার পুরস্কার। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে ১০ কিমি রাইডারদের জন্যও পুরস্কার রাখা হবে। মোট পুরস্কারের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৫.৫ লক্ষ টাকা।

ইতিমধ্যেই www.kolkatacyclothon.com ওয়েবসাইটে নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে ১লা নভেম্বর, ২০২৫ পর্যন্ত (অথবা স্লট পূর্ণ না হওয়া পর্যন্ত)। অংশগ্রহণমূল্য মাত্র ১৯৯ টাকা। কিন্তু অংশগ্রহণকারীরা CIKC50 কুপন কোড ব্যবহার করলে পাবেন ৫০ শতাংশ ছাড়। পাশাপশি সকল নিবন্ধিত অংশগ্রহণকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

Advertisements

সাংবাদিক সম্মেলনে কলকাতা সাইক্লোথনের ডিরেক্টর কৃষ্ণ প্রকাশ বলেন, “সবার জীবনেই কোনো না কোনো সময়ে সাইকেল এসেছে। পরিবেশ রক্ষার পাশাপাশি ফিটনেস বাড়াতে সাইকেল এক অসাধারণ হাতিয়ার। কলকাতা সাইক্লোথন আমাদের সুযোগ দিচ্ছে সেই চাকা আবার ঘুরিয়ে দেওয়ার।” তিনি আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, যারা নাম নথিভুক্ত করেছেন তারা এখনই প্রস্তুতি শুরু করুন। হাতে কিন্তু বেশি সময় নেই। আমি নিজে যখন দিল্লিতে ছিলাম ওখানে ফিজিক্যাল একটিভিটি বন্ধ থাকলে বলা হতো, সাইকেল চালাও।”

kolkata-cyclothon-2025-ride-for-change/

ইভেন্ট ডিরেক্টর মেহের তিওয়ারি জানান, “আমরা চাইছি এমন এক উৎসব তৈরি করতে, যেখানে প্রত্যেক নাগরিক সাইকেল থাকুক বা না থাকুক উপভোগ করতে পারেন। সেই কারণেই আমরা ভারতের ইতিহাসে সবচেয়ে কম রেজিস্ট্রেশন ফি রেখেছি।”

সাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লক্ষ্মণ ডঙারি বলেন, “গত ৪৫ রবিবার ধরে কলকাতার নাগরিকরা ‘Sundays on Cycle’ মাধ্যমে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলেছেন। সেই স্পিরিটই কলকাতা সাইক্লোথনের ভিত্তি।”