HomeSports Newsবিশ্বকাপ খেলার জন্য নির্বাচিত হয়েছিল RFDL সোনার বুট জয়ী ফুটবলার

বিশ্বকাপ খেলার জন্য নির্বাচিত হয়েছিল RFDL সোনার বুট জয়ী ফুটবলার

- Advertisement -

এবারের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব এফসি। দলগত খেতাব জয়ের পাশাপাশি ব্যক্তিগত বিভাগের ট্রফিও গিয়েছে পাঞ্জাব এফসির জুনিয়র দলে। গোল্ডেন বুট পুরস্কার অর্জন করেছেন Omang Dodum।

   

RFDL সোনার বুট জয়ী ফুটবলার কে এই ওমাং দোদুম?

Sankarlal Chakraborty: শঙ্করলাল প্রকাশ্যে আনলেন ‘মশাল’ নেভানোর পরিকল্পনার কথা

ভারতীয় ফুটবলে এখন তারকার ঢল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলাররা এখন ইন্ডিয়ান সুপার লিগে। এছাড়াও রয়েছেন ভারতীয় তারকারা। বেশিরভাগ সময়ে প্রচারের আলোকে থাকেন তাঁরাই। ওমাং দোদুম সেখানে অখ্যাত এক ফুটবলার। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গোল্ডেন বুট জিতলেও তাঁকে নিয়ে আলোচনা কম। কে এই ওমাং দোদুম?

ওমাং দোদুম অরুণাচল প্রদেশের অন্যতম সেরা উঠতি ফুটবলার। গত বছরেও একাধিকবার উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন তরুণ এই ফুটবলার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও গোল করেছেন পাঞ্জাব এফসির আরএফডিএল দলের নয় নম্বর জার্সিধারী এই ফুটবলার।

ওমাং দোদুম বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু খেলা হয়নি। সংবাদ মাধ্যমে তাঁর বাবা জানিয়েছিলেন, ২০১৭ সালে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৪ ফুটসল বিশ্বকাপের জন্য দোদুমকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ভিসা সমস্যা কারণে তিনি এতে অংশ নিতে পারেননি।

Mohun Bagan: আরো এক ট্রফি জয়ের দোরগোড়ায় মোহনবাগান

২০২৩ সালের থাইল্যান্ডে আয়োজিত AFC Asian Cup-এর জন্য নির্বাচিত জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন অরুণাচল প্রদেশের এই বিস্ময় বালক। বিগত কয়েক বছর ধরে পাঞ্জাব এফসি একাডেমিতে অনুশীলন করছেন। ওমাং দোদুমের পরিবারেও রয়েছে খেলাধুলার ছোঁয়া। বাবা-মা দুজনেই এক সময় যুক্ত ছিলেন মাঠের সঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular