KL Rahul: সুস্থ রাহুল, খেলবেন এশিয়া কাপ

আগস্টে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজেই চোট থেখে ফিরে এসেছেন যশপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এবার ফিরে এলেন আরেক ভারতীয় ক্রিকেটারও। গত কয়েক মাস ধরে চোট থেকে সেরে উঠছেন। সম্পূর্ণ সুস্থতা অর্জনের পরে এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

উরুর চোটের কারণে আইপিএলেও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি কে এল রাহুল। আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারেননি। চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে উইকেটরক্ষক- ব্যাটসম্যান কেএল রাহুল এখন “সম্পূর্ণ ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ” এবং এশিয়া কাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে ফিরে আসতে পারেন, বলে জানতে পেরেছে টাইমস অব ইন্ডিয়া।

   

৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলা হবে। ২ অক্টোবর পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। রাহুলের প্রত্যাবর্তন ভারতের ওডিআই দলে অনেকটাই ভারসাম্য আনতে পারবে। মাঝখানে ব্যাট করার পাশাপাশি উইকেট কিপিংও করতে পারেন তিনি।

কিছুদিন ধরে নিজের সুস্থ হয়ে ওঠার প্রতি পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভক্তদের জানাচ্ছিলেন রাহুল। নেটে তাকে ব্যাটিং এবং কিপিং করতেও দেখা যায়। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, “ব্যাঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট একাডেমির কোচ এবং চিকিৎসা বিশেষজ্ঞরা রাহুলের উন্নতি/পুনরুদ্ধারে সন্তুষ্ট। তিনি এশিয়া কাপের জন্য নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন।”

এদিকে রাহুল উপলব্ধ থাকলেও ভারতের আরেক ভরসা যোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে সে কথা বলা যাচ্ছে না এখনি। এশিয়া কাপে তাঁর না থাকা সম্ভাবনা প্রবল। অস্ত্রোপচারের পরেও তাঁর পিঠের সমস্যা এখনো মেটেনি বলেই অনুপলব্ধ থাকবেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন