চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের। ব্যাট হাতে বছরেরে শুরু থেকেই রান করতে ব্যর্থ তিনি । এমনকি বাড়িতে বসেই দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে দেখেছেন তিনি। এছাড়াও চলতি নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে বড় অঙ্কের কোনো রান করতে পারেননি তিনি। এবার আইপিএলের মঞ্চেও লখনউ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক কেএল রাহুলকে রিটেন করবে না, এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনও অফিসিয়াল রিটেনশন তালিকা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে যে এই সিদ্ধান্ত চূড়ান্ত (KL Rahul LSG Release IPL 2025)।
বেশ কিছুদিন আগে বিভিন্ন সূত্র মারফৎ উঠে এসেছিল যে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাই একপ্রকার রাহুলকে রিটেন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এখন বিভিন্ন মিডিয়া মারফত জানা যাচ্ছে যে লখনউ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট, বিশেষ করে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর জহির খান, কেএল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে সন্তুষ্ট নন। তাই তাঁরাই এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। ফলে, এই সিদ্ধান্ত রাহুলের জন্য বড় ধাক্কা হতে চলেছে।
শোনা যাচ্ছে যে, লখনউ সুপার জায়ান্টস ২১ কোটি টাকায় উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানকে রিটেন করতে পারে। এছাড়াও, ম্যানেজমেন্ট মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই এবং আয়ুষ বাদোনিকে রিটেন করার পরিকল্পনা করছে। এক সূত্র অনুযায়ী, কেএল রাহুলের স্ট্রাইক রেট গত তিন মৌসুম ধরে সমস্যা তৈরি করছে। ১৩৬.১৩, ১১৩.২৩ এবং ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে রান করার পরও, বর্তমানে টি২০ ফরম্যাটের উপযোগী খেলার মান বজায় রাখতে ব্যর্থ রাহুলকে নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট।
Update: KL Rahul has decided to part ways with Lucknow Super Giants due to personal and professional reasons 🇮🇳💔💔💔
LSG were ready to offer top retention bracket to him, but he didn’t agree. Did it happen because of owner Sanjiv Goenka’s behaviour? Where will he go now? 😭 pic.twitter.com/5FfvbXs4wm
— MR X (@Mrxx6602) October 31, 2024
২০২৪ সালের আইপিএল মরশুম বিবেচনা করলে দেখা যাবে যে পাওয়ারপ্লে ওভারগুলোতে লখনউ সুপার জায়ান্টস ভালো পারফর্ম করতে পারেনি। এদিকে, নিকোলাস পুরান গত তিন মৌসুমে ধারাবাহিকভাবে ১৪৪.৩৪, ১৭২.৯৫ এবং ১৭৮.২১ স্ট্রাইক রেটে রান করেছেন। ফলে, পুরানকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি তাকে ভবিষ্যতের মূল অংশ হিসেবে রাখতে চাইছে। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও বেশ ভালো খেলেছেন এই তারকা ব্যাটার। তাই পুরানের ওপরই আস্থা রাখতে চাইছে লখনউ সুপার জায়ান্টস।
কিংবদন্তি এই খেলোয়াড়কে রাখছে না আরসিবি! নিলামের আগেই প্রকাশ্যে ‘চমকপ্রদ’তথ্য
প্রসঙ্গত উল্লেখ্য যে আইপিএলে বেশ কিছু সূত্র অনুযায়ী জানা গিয়েছে রাহুলের নাম আইপিএল অকশনে উঠলে তাঁকে কিনতে পারে আরসিবি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর পুরোনো দল বেঙ্গালুরুর হয়েই খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আবারও একসঙ্গে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি ও কে এল রাহুলকে। তবে শেষমেশ রাহুল (KL Rahul LSG Release IPL 2025) কোথায় নিজের স্থান পাকাপোক্ত করেন সেটা দেখতেই এই মুহূর্তে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।