গিল–সুদর্শন নন! টেস্টে চার নম্বর পজিশনে ‘আদর্শ’ এই ক্রিকেটার!

KL Rahul Joins Delhi Capitals for IPL 2025

প্রাক্তন বিসিসিআই নির্বাচক সাবা করিম মনে করেন যে ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির চার নম্বর পজিশনের জন্য কেএল রাহুলই (KL Rahul) ‘আদর্শ’ পছন্দ। বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অবসর ঘোষণা করেছেন। তারপর থেকেই ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে তুমুল আলোচনা চলছে। এনডিটিভি-র সঙ্গে এক সাক্ষাৎকারে করিম ব্যাখ্যা করেছেন যে কোহলির অনুপস্থিতি রাহুলের জন্য একটি ‘বিশাল’ সুযোগ এনে দিয়েছে। দলের অন্যতম সিনিয়র সদস্য হিসেবে রাহুল চার নম্বরে ব্যাট করে দলের জন্য ‘দ্বৈত ভূমিকা’ পালন করতে পারেন।

Advertisements

করিম বলেন, “কোহলির অনুপস্থিতিতে রাহুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাকে চার নম্বরে ব্যাট করার জন্য উপযুক্ত মনে করি। অনেকে বিভিন্ন ব্যাটিং পজিশনের কথা বলেছেন, কিন্তু আমার মনে হয় কেএল রাহুলই বিরাট কোহলির চার নম্বরের ভূমিকা গ্রহণের জন্য আদর্শ। কারণ, চার নম্বরে তিনি দুটি ভূমিকা পালন করতে পারেন—প্রাথমিক ধাক্কা সামলে নেওয়া এবং পরে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া। তার কাছে সঠিক কৌশল রয়েছে। তিনি ইংল্যান্ডে ভালো পারফর্ম করেছেন। তার মানসিক দৃঢ়তা রয়েছে। গত দেড় মরশুমে তার মধ্যে অনেক পরিপক্কতা এসেছে। তাই আমি মনে করি, ভারতীয় দলের ম্যানেজমেন্টের কাছে এটি একটি বড় দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “এটি সহজ হবে না, কারণ খেলার ধরন বদলে গেছে। কৌশলগুলোও উন্নত হয়েছে। বহু বছর পর ফিরে আসা কারও জন্য ইংল্যান্ডে ভালো করতে হলে ভারতীয় দলের পূর্ণ সমর্থন প্রয়োজন। ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা, ঘরোয়া ক্রিকেটে রান করার অভিজ্ঞতা এবং ভারত যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেগুলো কাজে লাগবে। রাহুলের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি যদি এই মানসিকতায় থাকতে পারেন, তাহলে বেঙ্গালুরুর এই দুই ক্রিকেটার ভারতের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে পারেন।”

Advertisements

২০ জুন থেকে শুরু হতেইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট সিরিজ।তরুণ এই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শুভমন গিল। সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ।এই সিরিজে বেশ কয়েকজন তুরুন ক্রিকেটার টেস্টে অভিষেক করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্টে দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।