সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ‘নাইট’ ব্যাটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তরুণ ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। এটি তাঁর ওয়ানডে কেরিয়ারের সপ্তম…

Rahmanullah Gurbaz

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তরুণ ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। এটি তাঁর ওয়ানডে কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি। সেই সঙ্গে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। পেছনে ফেলেছেন মহম্মদ শাহজাদকে (৬)।

আফগানিস্তানের হয়ে খেলা ৪২তম ওয়ানডেতে ১০৭ বলে কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন গুরবাজ। তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১০৫ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন গুরবাজ।

   

আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন যে ক্রিকেটাররা
রহমানউল্লাহ গুরবাজ -৭
মহম্মদ শাহজাদ- ৬
ইব্রাহিম জাদরান – ৫
রহমত শাহ – ৫

আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ উমরজাই, মহম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, নানগিলিয়া খারোতে, আল্লাহ গাজানফার, ফজলহক ফারুকি।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), রিজা হেনড্রিকস, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, বিয়র্ন ফরটুইন, নান্দ্রে বার্গার, নাকাবা পিটার, লুঙ্গি এনগিডি।