T20 World Cup: বিশ্বকাপে খেলবেন KKR-এর ফিল সল্ট, দেখে নিন ইংল্যান্ডের স্কোয়াড

England Squad for T20 World Cup

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড দলে ফিরেছেন বিপজ্জনক পেসার জোফরা আর্চার।  প্রায় এক বছর পর দলে জায়গা করে নিয়েছেন জোফরা। দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন আর্চার।

এছাড়া দলে রাখা হয়েছে ক্রিস জর্ডানকেও। খাতায় কলমে ইংল্যান্ডের ব্যাটিংকে বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ণাম জশ বাটলার, উইল জ্যাক, ফিল সল্ট ও জনি বেয়ারস্টো। এই ব্যাটসম্যানরা বর্তমানে আইপিএল ২০২৪-এ ভালো ফর্মে রয়েছেন, রান পাচ্ছেন। বেন স্টোকস ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব জশ বাটলারের হাতে তুলে দেওয়া হয়েছে।

   

এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন মঈন আলী, বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোন। লোয়ার অর্ডারে দলকে শক্তিশালী করবেন হ্যারি ব্রুক ও স্যাম কারান। এ ছাড়া স্পিন বোলিং বিভাগ সামলাতে দেখা যাবে আদিল রশিদ ও টম হার্টলিকে।

ইংল্যান্ড দলের ১৫ সদস্যের স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন