আইপিএল নিলামে (IPL 2024) মিচেল স্টার্ক সহ ১০ জন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে শাহরুখ খানের দল। এভাবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক ছাড়াও কলকাতা নাইট রাইডার্স তাদের দলে মুজিব ইউর রহমান, চেতন সাকারিয়া, শ্রীকর ভরত এবং শেরফান রাদারফোর্ডের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে।
এই খেলোয়াড়দের দলে নিয়েছে কেকেআর:
কলকাতা নাইট রাইডার্সের নাম মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি), মুজিবুর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১ কোটি), চেতন সাকারিয়া (৫০ লাখ), রমনদীপ সিং (২০ লাখ), শ্রীকর ভরত (৫০ লাখ), শেরফান রাদারফোর্ড (১.৫০ কোটি), অঙ্কুরুশ রঘুবংশী (২০ লাখ), মনীশ পান্ডে (৫০ লাখ) ও সাকিব হুসেন (২০ লাখ)।
কেকেআর এই খেলোয়াড়দের ধরে রেখেছিল:
জেসন রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, অনুকুল রায়, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, সুয়াশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
আইপিএল ২০২৪-এর জন্য কেকেআর-এর স্কোয়াড:
জেসন রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, অনুকুল রায়, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, সুয়াশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, মুজিব ইউর রহমান, গাস অ্যাটকিনসন, চেতন সাকারিয়া, রমনদীপ সিং, শ্রীকর ভরত, শেরফান রাদারফোর্ড, কৃষ রঘুবংশী, মণীশ পান্ডে, সাকিব হুসেন।
Introducing, our 𝐊𝐍𝐈𝐆𝐇𝐓𝐒 for #IPL2024! 💪 pic.twitter.com/vaKlfgBqRQ
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023