Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম

Mitchell Starc KKR

Advertisements

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) নিলামের সময় অনেক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। কিন্তু মঙ্গলবার যা ঘটেছে তা সত্যিই ঐতিহাসিক। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দেওয়া হয়েছে ২০.২৫ কোটি টাকায়। স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স এবং কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাট টাইটানসকে পেছনে ফেলে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে এই বাঁহাতি পেসারকে যুক্ত করেছে।

২০১৫ মরসুমের পর প্রথমবারের মতো আইপিএলে খেলছেন স্টার্ক। আশ্চর্যের বিষয় হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যার হয়ে তিনি ২০১৫ সালে খেলেছিলেন, স্টার্কয়ের জন্য নিলামে তারা বিড দেয়নি। ১১.৫ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার আলজার জোসেফকে দলে অন্তর্ভুক্ত করেছে ব্যাঙ্গালোর।  আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন স্টার্ক। যদি ধরে নেওয়া হয় তিনি লিগ পর্বের ১৪টি ম্যাচের সবকটিতেই খেললেন এবং পুরো চার ওভার অর্থাৎ একটি ম্যাচে ২৪ বল করেন, তাহলে তিনি প্রায় ৩৩৬ বল করবেন। আর সেই অনুযায়ী এক বলের জন্য ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ ভারতীয় টাকা পাবেন তিনি। কলকাতা যদি প্লে অফে পৌঁছে ১৬টি ম্যাচ খেলে, তাহলে দাম দাঁড়াবে ৬ লাখ ৪৪ হাজার টাকা।

Advertisements

অন্যদিকে কামিন্সের কথা যদি বলা হয়, তাহলে তার একটি বলের (১৪ ম্যাচ) জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে ৬ লাখ টাকার ওপরে দিতে হবে। তিনিও যদি ১৬টি ম্যাচ খেলেন, তাহলে এই দাম পড়বে ৫ লাখ ২৭ হাজার ৩৪৩ টাকা। এবারের আইপিএল মরসুমে অস্ট্রেলিয়ার এই দুই খেলোয়াড় কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার বিষয়। টি-টোয়েন্টি বিশ্বকাপও এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা।