ক্রিকেট উৎসবের শুরু ইডেন গার্ডেন্সে, টস জিতে কঠিন সিদ্ধান্ত RCB নতুন নেতার

অপেক্ষার অবসান ঘটল অবশেষে। ২২ মার্চ, ২০২৫ ইডেন গার্ডেন্সে শুরু হল আইপিএলের ১৮তম (IPL 2025) সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হল অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে…

KKR vs RCB opening programme IPL 2025

অপেক্ষার অবসান ঘটল অবশেষে। ২২ মার্চ, ২০২৫ ইডেন গার্ডেন্সে শুরু হল আইপিএলের ১৮তম (IPL 2025) সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হল অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স এবং রজত পাতিদারের (Rajat Patidar) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। ক্রিকেটের এই মহাযুদ্ধের উদ্বোধনী অনুষ্ঠানে এসে হাজির ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর সঞ্চালনায় শুরু হল এক জমকালো সন্ধ্যা, যেখানে ক্রিকেট আর বিনোদনের অপূর্ব মেলবন্ধন দেখল কলকাতার (Kolkata) দর্শকরা।

মঞ্চে প্রথমে আসেন সুরের জাদুকরী শ্রেয়া ঘোষাল। “আমি যে তোমার…” গানের প্রথম লাইনের সঙ্গে সঙ্গে ইডেন গার্ডেন্সে যেন সুরের জাদু ছড়িয়ে পড়ল। দর্শকরা মুগ্ধ হয়ে তাল মেলালেন তাঁর কণ্ঠে। এরপর “ঘুমর ঘুমর ঘুমে…” গানে উৎসবের আমেজ আরও গাঢ় হল। শ্রেয়ার মধুর কণ্ঠে ইডেনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল শান্তি আর আনন্দের পরশ।

   

শ্রেয়ার পর মঞ্চে এলেন দিশা পাটানি। “পাগল হয়ে যাব…” গানের তালে তাঁর নৃত্যে দর্শকরা যেন হারিয়ে গেলেন। ইডেনের হাজারো দর্শক তালে তালে নেচে উঠলেন, শুরু হল বিনোদনের এক ঝড়। এরপর মঞ্চ দখল করলেন পাঞ্জাবি র‍্যাপার করণ অউজলা। “তউবা তউবা” গানে তাঁর শক্তিশালী পারফরম্যান্সে ইডেন গার্ডেন্সে নতুন উন্মাদনা ছড়িয়ে পড়ল। শেষ পারফরম্যান্সে দিশা তাঁর সঙ্গে যোগ দিলেন, আর ইডেনে উৎসবের আমেজ তুঙ্গে উঠল।

শাহরুখ খানের উপস্থিতি ছিল এই সন্ধ্যার অন্যতম আকর্ষণ। “কলকাতা কেমন আছো?” বাংলায় এই অভিবাদন শুনে ইডেনের দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। তিনি মঞ্চে ডেকে নিলেন বিরাট কোহলিকে। শাহরুখের কণ্ঠে আইপিএলের ১৮তম সংস্করণ নিয়ে নানা আবেগময় কথা শুনে দর্শকরা মুগ্ধ হলেন। এরপর শাহরুখের অনুরোধে কেকেআরের তরুণ তারকা রিঙ্কু সিংয়ের পছন্দ “লুটপুট গ্যায়া” গানে নাচলেন দু’জন। শাহরুখের সঙ্গে রিঙ্কুর এই আড্ডা দর্শকদের মন জয় করে নিল।

সন্ধ্যার শেষে “ঝুমে যো পাঠান” গানের বিট বাজতেই ইডেন গার্ডেন্স জমে উঠল। শাহরুখ আর বিরাট একসঙ্গে নাচলেন, আর দর্শকরা তাঁদের তালে তাল মিলিয়ে উৎসবে মেতে উঠলেন। এছাড়াও ইডেনে দেখা গেল অ্যানামরফিক প্রোজেকশনের এক দৃষ্টিনন্দন প্রদর্শন। মাঠে ফুটে উঠল প্রতিটি দলের লোগো, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ কেকেআর বনাম আরসিবি প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।

এই সন্ধ্যায় ইডেন গার্ডেন্স শুধু ক্রিকেটের মাঠ ছিল না, বরং বিনোদন আর উৎসবের এক অপূর্ব মিলনস্থল হয়ে উঠল। শাহরুখের উপস্থিতি, শ্রেয়ার গান, দিশার নাচ, করণের র‍্যাপ আর বিরাট-রিঙ্কুর সঙ্গে ক্রিকেটীয় আড্ডা—সব মিলিয়ে আইপিএল ২০২৫-এর শুরুটা হল অবিস্মরণীয়। কলকাতার এই উৎসবের রেশ থাকবে বহুদিন! কলকাতার ইডেন গার্ডেন্স প্রস্তুত, দুই দলও তৈরি। এবার শুধু বল গড়ানোর অপেক্ষা।

কলকাতা নাইট রাইডার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু