নিলামের আগে নিজস্ব দর হাঁকাচ্ছেন এই নাইট তারকা!

kkr-star-rinku-singh-ranji-trophy-2025-performance-ahead-ipl-2026

নতুন দিক থেকে নিজের ক্রিকেট ( IPL 2026) দক্ষতা প্রমাণ করলেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)। সাদা বলের ক্রিকেটে ‘ফিনিশার’ হিসেবেই খ্যাত রিঙ্কু এবার রঞ্জি ট্রফিতেও দলের খাদের কিনারা থেকে উদ্ধারকারী ইনিংস খেললেন। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৭ বলে ১৭৬ রানের দাপুটে ইনিংস খেলে দলের রান বৃদ্ধি করে তিনি। এই ইনিংসটি রিঙ্কুর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর।

নিলামের আগে অধিনায়কের দায়িত্ব পেলেন নাইটদের এই তারকা

   

রিঙ্কু খেলার সময় ১৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। দলের চাপে থাকা মুহূর্তেও তিনি ধৈর্য্য ধরে কাউন্টার অ্যাটাকে ব্যস্ত ছিলেন। শিবম শর্মার সঙ্গে ৫৩ রানের জুটি এবং কার্তিক যাদবের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলের মনোবল ধরে রাখেন। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারের আকিব খান ও কুণাল ত্যাগী উত্তরপ্রদেশকে ৪৬০ রানে পৌঁছে দেন, যা প্রথম ইনিংসে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে।

রিঙ্কুর ক্রিকেট জীবন সহজ ছিল না। এক সময় ক্রিকেট ছেড়ে ঝাড়ুদারের চাকরিও করতে হয়েছিল তাঁকে। কিন্তু কঠোর পরিশ্রম আর ধৈর্য্য তাকে ভারতীয় সাদা বলের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। টি-টোয়েন্টিতে তিনি ‘ফিনিশার’ হিসেবেই সুপরিচিত, এমনকি এশিয়া কাপের ট্রফি জেতাতেও তার ব্যাটের অবদান উল্লেখযোগ্য।

লাল বলের ক্রিকেটেও রিঙ্কু নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। এখন পর্যন্ত ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে সাড়ে তিন হাজারের বেশি রান করেছেন, গড় ৫৯ কাছাকাছি, সঙ্গে ৯টি শতরান। এই পরিসংখ্যান প্রমাণ করে, চাপের মুহূর্তে রাজ্য দলেও তিনি দায়িত্বশীল ইনিংস খেলতে সক্ষম।

শেষ উইকেটের আক্ষেপ! অসমের বিরুদ্ধে ৭ পয়েন্ট হাতছাড়া বাংলার

রঞ্জি ট্রফিতে পরপর শতরান করা রিঙ্কুর পারফরম্যান্স শোনা মাত্রই নির্বাচকদের নজরে আসতে বাধ্য। এবার প্রশ্ন উঠছে, টেস্ট দলে কি তিনি সুযোগ পাবেন? সাদা-বলেই নয়, লাল বলের ক্রিকেটেও রিঙ্কুর মতো ফিনিশার থাকলে ভারত দলের ব্যাটিং লাইনে নতুন মাত্রা যোগ হতে পারে।রিঙ্কু সিং এখন শুধু সাদা বলের নয়, লাল বলের ক্রিকেটেও উত্তরপ্রদেশের এক অমূল্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন