HomeSports NewsKKR : নিলামের আগে রাসেলকে নিয়ে দুঃসংবাদ কেকেআর শিবিরে, বাদ পড়বেন আইপিএলে?

KKR : নিলামের আগে রাসেলকে নিয়ে দুঃসংবাদ কেকেআর শিবিরে, বাদ পড়বেন আইপিএলে?

- Advertisement -

আইপিএল ২০২৫ মেগা নিলামের (IPL Mega Auction 2025) আগে কলকাতা নাইট রাইডার্সর (KKR) জন্য এক দুঃখজনক খবর উঠে এসেছে। দলের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) গুরুতর চোটের কবলে পড়েছেন। এই খবরটি কেকেআর শিবিরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ রাসেলের ফিটনেস এবং পারফরম্যন্স একাধিকবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Tilak Varma : তিলকের শতরানে ভর করে ভারত কত টার্গেট দিল দক্ষিণ আফ্রিকাকে ?

   

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল খুব একটা ছন্দে ছিলেন না। ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই তিনি ভালো পারফর্ম করতে পারছিলেন না। তবুও, কেকেআর তাঁকে ধরে রেখেছিল, কারণ গত কয়েক বছরে আইপিএলে তার অবদান ছিল অপরিসীম। আগে শোনা গিয়েছিল, হয়তো এই মরসুমে রাসেলকে রিটেন না করার সিদ্ধান্ত নেবে কেকেআর, কিন্তু শেষ পর্যন্ত ১২ কোটি টাকায় তাকে রিটেন করে দলটি। কেকেআর তাদের দলে রাসেলের প্রতি আস্থা রেখেছিল, যদিও তার ফর্ম কিছুটা মন্দ হচ্ছিল।

BCCI : ভারতীয় দলের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই, কবে কোথায় জানুন

আইপিএল ২০২৫-এর প্রস্তুতি হিসেবে রাসেল কিছুটা ছন্দে ফিরছিলেন। প্রথম ম্যাচে বার্বাডোজে ব্যাট হাতে তিনি চেনা রাসেলকেই দেখিয়েছিলেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ৩০ রান করে ৪টি বিশাল ছক্কা মেরেছিলেন। এটাই ছিল কেকেআর ফ্যানদের জন্য কিছুটা আশা, কারণ রাসেলের হার্ডহিটিং ব্যাটিংই তাদের জন্য চিরকালই এক বিশাল শক্তি।

কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে এক দুঃখজনক খবর আসে। রাসেল গোড়ালিতে চোট পেয়েছেন এবং তাকে ম্যাচে খেলতে দেওয়া হয়নি। ইনস্টাগ্রামে তিনি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি বিছানায় বসে আছেন এবং তার পায়ে ব্যান্ডেজ করা। এই চোটের কারণে রাসেলকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। এমআরআই এবং স্ক্যান করানো হয়েছে এবং কেকেআরের মেডিক্যাল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে।

রাসেলের চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়, তবে কেকেআর এবং তার ভক্তরা আশায় বুক বাঁধছেন যে তিনি শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন। যদিও এই পরিস্থিতিতে কেকেআরের আইপিএল ভবিষ্যত অনেকটাই রাসেলের সুস্থতার উপর নির্ভর করবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular