সব থেকেও ‘শূন্য’ কেকেআর! আশঙ্কা বাড়ছে দলের এই তারকাকে নিয়ে

গৌতম গম্ভীর নেই। অভিষেক নায়ারও নেই। এছাড়াও ভরত অরুণ থাকবেন কি না সে নিয়েও চুড়ান্ত সংশয় রয়েছে। সবমিলিয়ে গতবারের বিজয়ীরা এই মুহূর্তে যেন সব থেকেও…

KKR Star Bowler Vaibhav Arora Sidelined Due to Injury

গৌতম গম্ভীর নেই। অভিষেক নায়ারও নেই। এছাড়াও ভরত অরুণ থাকবেন কি না সে নিয়েও চুড়ান্ত সংশয় রয়েছে। সবমিলিয়ে গতবারের বিজয়ীরা এই মুহূর্তে যেন সব থেকেও ‘শূন্য’ হয়ে রয়েছে। তবে এই অপরিসম ‘শুন্যতা’ ভরাট করতে উঠেপড়ে লেগেছে শাহরুখ খানের দল। তাই এই মুহূর্তে চলতি দলীপ ট্রফি থেকে শুরু করে দিল্লি প্রিমিয়ার লীগ, উত্তরপ্রদেশ প্রিমিয়ার লীগ সব দিকেই নজর রাখছে কেকেআর (KKR) ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে কেকেআর সমর্থকদের জন্য শূন্যতার মধ্যেই আরও একটি দুঃসংবাদ দেখা দিল। বিগত আইপিলে হর্ষিত রানা, মিচেল স্টার্কের পাশাপাশি সাড়া জাগানো বৈভব আরোরা ডান হাতের চোটে অনির্দিষ্ট কালের জন্য অনিশ্চিত হয়ে গেলেন। তবে বৈভবের চোট তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছেন তাঁর কোচ রবি ভর্মা।

কলকাতা দলের হয়ে গতবছর আইপিএলে নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন হিমাচলের এই পেসার। বিগত আইপিএলে ১০ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন বৈভব। তবে তাঁর মধ্যেই টুর্নামেন্টে প্রথম লেগে রাজস্থানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন। তবে আইপিএল ভালো খেললেও চলতি দলীপ ট্রফিতে সুযোগ পাননি বৈভব। তাই আসন্ন রঞ্জি এবং সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য নিজেকে তৈরি করছিলেন হিমাচল পেসার। কিন্ত গতকাল ধর্মশালার স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি।

   

Mohun Bagan SG: বিপাকে রঞ্জিত! ‘আনোয়ার’ বিতর্কে এবার কড়া পদক্ষেপ মোহনবাগানের

আসন্ন ২০২৫ আইপিএলে নিজেদের খেতাব ধরে রাখতে ভীষণভাবে উদগ্রীব হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দল (KKR)। দলকে ঢেলে সাজাতে চান খোদ শাহরুখ খান এবং ম্যানেজমেন্ট। জাতীয় দলের কোচ হওয়ার আগে গম্ভীরকে একটি ব্ল্যাঙ্ক চেক পাঠিয়েছিলেন দলের মালিক শাহরুখ খান। কিন্তু সেটি প্রত্যাখান করে ভারতীয় দলের দায়িত্বে আছেন তিনি। গৌতমের সাথে ছেড়ে গেছেন দলের ‘ব্যাকবোন’ হিসেবে পরিচিত অভিষেক নায়ারও। তিনিও এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। এছাড়াও ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেও অস্থায়ীভাবে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। এরপর যুক্ত হলেন বৈভব অরোরা। সবমিলিয়ে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে কলকাতার টিম ম্যানেজমেন্ট।

তবে বৈভব এই মুহূর্তে অনিশ্চিত হলেও বেশ কিছু তারকার ওপর নজর রাখছে কলকাতা টিম ম্যানেজমেন্ট (KKR)। যাদের মধ্যে রয়েছেন বিজয় কুমার বিশাখ, হিমাংশু চৌহান, সিদ্ধার্থ সোলাঙ্কি এবং আয়ুষ সিং। যদিও বৈভবের চোট গুরুতর নয় বলেই জানিয়াছেন কোচ রবি শর্মা। তাঁর মতে চোট সরিয়ে দ্রুত মাঠে ফিরবেন হিমাচল পেসার। তবে বৈভবের বিকল্প হিসাবে কাকে ভাবছে সেটা জানার জন্যই মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট মহল।