আন্দ্রে রাসেলের নতুন ঠিকানা কোথায়? এগিয়ে এই দুই ফ্র্যাঞ্চাইজি!

kkr-star-andre-russell-may-be-new-team-csk-srh-ipl-2026-auction

কলকাতা নাইট রাইডার্স (KKR) সম্ভবত আইপিএল ২০২৬ (IPL 2026) সিজনে এক বড় সিদ্ধান্ত নিয়ে সমীকরণে এসেছে। ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে রাখছে না নাইটরা। যদিও কেকেআরের ম্যানেজমেন্ট আফসোস প্রকাশ করছে না। তারা স্পষ্টভাবে জানিয়েছে, রাসেলের বিকল্প হিসেবে নতুন ও দক্ষ অলরাউন্ডারকে দলে আনার পরিকল্পনা চলছে।

এই ঘোষণার পরই ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে এক উত্তেজনা তৈরি হয়েছে। কেননা, রাসেলের মতো একজন অভিজ্ঞ ফিনিশারকে নিলামে সম্ভাব্য পেতে চায় দুটি বড় দল চেন্নাই সুপার কিংস (CSK) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)।

   

সোশ্যাল মিডিয়ায় যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি চাইছেন নতুন সিজনে দলের ৬ নম্বর পজিশনে শক্তিশালী ফিনিশার হিসেবে রাসেলকে দলে আনতে। একই সময়ে, হায়দরাবাদও নিজের ব্যাটিং ক্রম শক্তিশালী করতে এবং ৬ নম্বরে নির্ভরযোগ্য ফিনিশার যোগ করতে প্রস্তুত।

“দুই দলই জানে, ৬ নম্বর পজিশনে তারা বর্তমানে পারফেক্ট ফিনিশার পাচ্ছে না। সেই কারণে নিলামের সময় আন্দ্রে রাসেলের জন্য চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে এক ধরনের ‘দর কষাকষির লড়াই’ হতে পারে,” বলছে এক সূত্র।

নেটিজেনরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অনুমান ও মন্তব্য শুরু করেছেন। কেকেআরের এমন সিদ্ধান্ত কি রাসেলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, নাকি চেন্নাই-হায়দরাবাদের মধ্যে লড়াই হবে। সেটাই নতুন গন্তব্য নির্ধারণ করবে এখন দেখার বিষয়। নিলামের টেবিলে যে ঝোড়ো হাওয়া বইবে, তা শুধু ভক্তদের নয়। পুরো আইপিএল মহলে আলোড়ন সৃষ্টি করবে। দেখা যাক, আন্দ্রে রাসেলের নতুন ঠিকানা কোথায় স্থির হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন