চেন্নাই ম্যাচে বাদ পড়ছেন দলের তারকা ক্রিকেটার? রইল নাইটদের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্সের (KKR) আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে পারফরম্যান্স অনেকটা রোলার কোস্টারের মতো চলছে। কখনও দুর্দান্ত জয়, আবার কখনও হারের মুখে পড়ে যাওয়া—এই মিশ্র…

KKR’s V3 Dominates as Defending Champions Crush SRH by 80 Runs in IPL 2025

কলকাতা নাইট রাইডার্সের (KKR) আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে পারফরম্যান্স অনেকটা রোলার কোস্টারের মতো চলছে। কখনও দুর্দান্ত জয়, আবার কখনও হারের মুখে পড়ে যাওয়া—এই মিশ্র অভিজ্ঞতার মাঝেই তারা আসন্ন ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংসের (CSK)। তবে এই ম্যাচের আগে নাইট শিবিরে জোরালো গুঞ্জন উঠেছে, দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনার কেন্দ্রে রয়েছেন দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার।

মাহি-শো ঘিরে পারদ চড়ছে তিলোত্তমায়, প্র্যাক্টিস না করেও KKR কাঁটা ‘৭’!

   

গত রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১ রানে জয় পায় কলকাতা। যদিও জয় এসেছে, তবুও ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। বিশেষত, ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মরসুমে ২৩.৭৫ কোটির এই অলরাউন্ডার একাধিক ম্যাচে সুযোগ পেলেও, পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। সর্বশেষ ম্যাচে তো তাঁকে পাঁচজন বোলার ব্যবহার করেও মাঠে নামানো হয়নি। এমনকি, ব্যাট হাতেও কার্যকরী অবদান রাখতে ব্যর্থ হয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে শাহরুখ খানের একটি আবেগঘন বার্তা ঘিরে বিতর্ক আরও জোরদার হয়েছে। কর্ণধার শাহরুখ খান সম্প্রতি নাইট শিবিরে একটি চিঠি পাঠান, যেখানে দলের ১০ জন খেলোয়াড়ের প্রশংসা করেন। তবে উল্লেখযোগ্যভাবে, সেই তালিকায় ছিল না ভেঙ্কটেশ আইয়ারের নাম। ম্যানেজার বেঙ্কি মাইসোর সেই বার্তা পড়ে শোনানোর পর থেকেই অনুমান শুরু হয়—তবে কি এবার ছেঁটে ফেলা হচ্ছে ভেঙ্কটেশকে?

সূত্র অনুযায়ী, চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ভেঙ্কি। তাঁর বদলে মাঠে দেখা যেতে পারে ক্যারিবিয়ান পাওয়ার-হিটার রোভম্যান পাওয়েলকে। আইপিএলে পাওয়েলের অভিজ্ঞতা থাকায়, মিডল অর্ডারে শক্তি বাড়াতে তাঁকে খেলাতে আগ্রহী ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ? ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সাউথ আফ্রিকার গতিময় পেসার এনরিখ নরকিয়া চোট সারিয়ে দলে ফিরতে পারেন। এখন পর্যন্ত যে ক’টি ম্যাচে তিনি খেলেছেন, প্রতিবারই তার পারফরম্যান্স নজরকাড়া। বিশেষ করে, চেন্নাইয়ের মতো দলের বিরুদ্ধে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে তাঁর উপস্থিতি বড় ফারাক গড়ে দিতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও হর্ষিত রানা বা নরকিয়া—দু’জনেরই কথা ভাবছে কেকেআর।

এদিকে, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের এই ম্যাচে প্লে-অফের আশা প্রায় শেষ। তবু, ধোনির নেতৃত্বে দলকে হালকাভাবে নিচ্ছে না কলকাতা। রাহানে নেতৃত্বাধীন নাইটরা জানে, অভিজ্ঞতা আর ধৈর্যের মিশেলে যেকোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সিএসকে।

চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, রোভম্যান পাওয়েল, মঈন আলি, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার (সম্ভাব্য): হর্ষিত রানা বা এনরিখ নরকিয়া

ইংল্যান্ড সফরের পূর্বে প্ৰাক্তন দলকে নিয়ে বড় বার্তা গম্ভীরের

চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করতেই একাধিক পরিবর্তনের পথে হাঁটছে নাইট শিবির। ফর্মে থাকা খেলোয়াড়দেরই জায়গা দেবে দল, যেখানে পারফরম্যান্সহীনদের বসতে হতে পারে বেঞ্চে। তাই বলাই যায়, আজকের ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে—ভেঙ্কটেশ আইয়ারের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে।

Advertisements