হায়দরাবাদের বিপক্ষে নাইটদের বিশেষ চমক ‘মিস্ট্রি স্পিনার’!

আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে নাইট…

KKR’s V3 Dominates as Defending Champions Crush SRH by 80 Runs in IPL 2025

আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে নাইট ব্রিগেড। তবে এখনও এক ম্যাচ বাকি। গ্রুপের শেষ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই দলের কাছেই এটি শুধুমাত্র মর্যাদা রক্ষার লড়াই, কারণ হায়দরাবাদও আর প্লে-অফের জন্য দৌড়ে নেই।

এই ম্যাচে কলকাতা দলের চমক হতে পারেন মধ্যপ্রদেশের তরুণ অলরাউন্ডার শিবম শুক্লা। রোভম্যান পাওয়েল চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর, তার পরিবর্ত হিসেবে কেকেআর সই করিয়েছে এই তরুণ প্রতিভাকে। স্পিন সহায়ক পিচে কেকেআর সম্ভবত তিন মিস্ট্রি স্পিনার নিয়ে নামতে পারে—সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও নতুন মুখ শিবম শুক্লা (Shivam Shukla)।

   

প্রথম পর্বে কলকাতা হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইডেন গার্ডেন্সে। তাই আত্মবিশ্বাসের অভাব নেই নাইটদের মধ্যে। এবার দিল্লিতে মুখোমুখি হচ্ছে দুই দল—গত সিজনের ফাইনালিস্ট দুই প্রতিপক্ষ হলেও এবারের পরিস্থিতি একেবারে আলাদা।

স্পিনেই বাজি নাইটদের

কলকাতার বোলিং বিভাগের মূল ভরসা বরাবরই স্পিন। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন দু’জনেই নিয়মিত উইকেট তুলে নিতে পারছেন। এবার নতুন সংযোজন শিবম শুক্লা আরও শক্তি যোগাতে পারেন এই বিভাগের খাতায়। তার ঘূর্ণি ডেলিভারিগুলি ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে। কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে একাদশে সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাইতেই পারে।

সম্ভাব্য একাদশে কিছু বদল

শেষ ম্যাচ হওয়ায় কলকাতা দলে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেখা যেতেই পারে। ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজের বদলে লুভনীথ সিসোদিয়াকে দেখা যেতে পারে। এছাড়া মাঝের সারিতে অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল নিজেদের মেলে ধরতে চাইবেন।

বোলিং বিভাগে হর্ষিত রানা এবং বৈভব অরোরা পেস দায়িত্ব সামলাবেন। আর অনরিখ নর্টজের পরিবর্তে আবারও সুযোগ পেতে পারেন শুভম শুক্লা, যিনি মিডিয়াম পেসার হলেও স্পিনারদের সহায়ক হিসেবে দলে জায়গা পেতে পারেন।

Advertisements

দুই দলের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স:

রহমানুল্লা গুরবাজ/লুভনীথ সিসোদিয়া, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার/মণীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে/শিবম শুক্লা, বৈভব অরোরা

সানরাইজার্স হায়দরাবাদ:

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, হর্ষ দুবে, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, ঈশান মালিঙ্গা, জয়দেব উনাদকাত

আইপিএলের শেষ ম্যাচ হলেও দুই দলের কাছে এটি সম্মান রক্ষার লড়াই। কলকাতা চাইবে চ্যাম্পিয়ন মরসুমের মতো আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিয়ে সিজন শেষ করতে। অন্যদিকে হায়দরাবাদও তাদের ফর্ম ধরে রাখতে চাইবে। তরুণ খেলোয়াড়দের প্রমাণের মঞ্চ হিসেবে এই ম্যাচ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।