IPL Auction 2024: রেকর্ড! ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিল KKR

  IPL Auction 2024:অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক পেয়েছেন সর্বোচ্চ ২৪.৭৫ কোটি টাকার বিড। তার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স…

mitchell starc KKR
 

IPL Auction 2024:অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক পেয়েছেন সর্বোচ্চ ২৪.৭৫ কোটি টাকার বিড। তার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪.৭৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে।

৯ বছর পর আইপিএলে খেলতে দেখা যাবে মিচেল স্টার্ককে। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দর। নিজের দেশের খেলোয়াড়ের রেকর্ড ভাঙলেন তিনি। এই নিলামের জন্য এটি ২০ কোটি বা তার বেশি মূল্যের দ্বিতীয় নিলাম। এর আগে প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিয়েছিল ২০.৫ কোটি টাকায়।

   

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ৫ ক্রিকেটার

  • মিচেল স্টার্ক – ২৪.৭৫ কোটি টাকা (কেকেআর)
  • প্যাট কামিন্স – ২০.৫০ কোটি টাকা (এসআরএইচ)
  • স্যাম কারান – ১৮.৫০ কোটি টাকা (পিবিকেএস)
  • ক্যামেরন গ্রিন – ১৭.৫০ টাকা (এমআই)
  • বেন স্টোকস – ১৬.২৫ কোটি টাকা (সিএসকে)

স্টার্ক-এর আগে নিলাম থেকে আরও দুজনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেএস ভরত ও চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কলকাতা। এই দুই ভারতীয় ক্রিকেটারকেই কম দামে দলে নেওয়া হয়। এরপরেই মিচেল স্টার্ক এর জন্য চেক বুক বের করে নাইট টিম ম্যানেজমেন্ট।