HomeSports Newsসম্মান রক্ষার লড়াইয়ে বিশেষ চমক নাইটদের, শিবিরে আগমন নয়া স্পিনারের

সম্মান রক্ষার লড়াইয়ে বিশেষ চমক নাইটদের, শিবিরে আগমন নয়া স্পিনারের

- Advertisement -

আইপিএল ২০২৫ (IPL 2025) প্লে-অফে পৌঁছানো আর হলো না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। টুর্নামেন্টের শেষ পর্বে এসে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স এবং কিছু অপ্রত্যাশিত ঘটনায় ছিটকে যেতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই ব্যর্থতার মাঝেও এক নতুন মুখের আগমন ঘটেছে নাইট শিবিরে, মধ্যপ্রদেশের মিস্ট্রি স্পিনার শিবম শুক্লা (Shivam Shukla)।

২৯ বছর বয়সি শিবম শুক্লাকে (Shivam Shukla) ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রোভম্যান পাওয়েলের (Rovman Powell) পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করেছে নাইটরা। পাওয়েল আইপিএলের বাকি অংশের জন্য ভারতে ফেরেননি, ফলে তার পরিবর্ত হিসেবে এক ম্যাচের জন্য কেকেআর দলে সুযোগ পেয়েছেন শিবম। যদিও কেকেআর ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তবুও আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামতে পারেন এই নতুন স্পিনার।

   

শিবম শুক্লা মূলত একজন অফ-স্পিনার হলেও তার বোলিং অ্যাকশন এবং ভ্যারিয়েশন তাকে মিস্ট্রি স্পিনারের মর্যাদা দিয়েছে। ২০২৪ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে টি২০ অভিষেক করেন তিনি। সেখানে আটটি ম্যাচে আটটি উইকেট নিয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৩০, যা টি২০ ক্রিকেটে অত্যন্ত প্রশংসনীয়। বাংলার বিরুদ্ধে রাজকোটে অনুষ্ঠিত এক ম্যাচে তিনি ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে নিজের সেরা পারফরম্যান্স দেন। এই পারফরম্যান্সই তাকে আইপিএল দলের নজরে নিয়ে আসে।

এদিকে, কেকেআর-এর ২০২৫ মরসুম মোটের ওপর হতাশাজনকই বলা যায়। তারা শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি হারে। এরপর দিল্লি ক্যাপিটালস (DC) এবং রাজস্থান রয়্যালস (RR) বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে জয় পেলেও চেন্নাই সুপার কিংস (CSK) বিরুদ্ধে দুই উইকেটে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারায়। এরপর দলের পারফরম্যান্স ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং শেষ পর্যন্ত ১৩টি ম্যাচে মাত্র পাঁচটি জয় নিয়ে ১২ পয়েন্টে থেমে যায় তাদের অভিযান। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে, নেট রান রেট +০.১৯৩।

সবচেয়ে হতাশাজনক ঘটনা ঘটেছে শনিবার, ১৭ মে। সেই দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটি একটিও বল না খেলেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নাইটদের জন্য প্লে-অফের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই ম্যাচের ফল না পাওয়ায়, কলকাতা নাইট রাইডার্স চতুর্থ দল হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের পরে।

তবে এই সিজনের শেষ ম্যাচে কিছুটা হলেও ইতিবাচক বার্তা দিতে চাইবে কেকেআর শিবির। এই ম্যাচে নতুন স্পিনার শিবম শুক্লার মাঠে নামা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। যদি তিনি ভালো পারফরম্যান্স দিতে পারেন, তাহলে ভবিষ্যতে কেকেআর কিংবা অন্য আইপিএল দলেও স্থায়ী জায়গা করে নিতে পারেন তিনি। একইসঙ্গে, এটি হবে তার জন্য এক স্বপ্নপূরণের মুহূর্ত—আইপিএলের মত আন্তর্জাতিক মানের এক মঞ্চে প্রথমবারের মতো খেলার সুযোগ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, ২৫ মে রবিবার। এই ম্যাচে নাইটরা সম্মান রক্ষার লড়াইয়ে নামবে। একইসঙ্গে সিজনের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চাইবে। শিবম শুক্লার অভিষেক হলে, তিনি হতে পারেন নাইটদের ভবিষ্যতের এক সম্ভাবনাময় অস্ত্র।

শেষ ম্যাচটি KKR-এর জন্য শুধুই নিয়মরক্ষার লড়াই নয়, বরং নতুনদের জন্য নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। শিবম শুক্লার অভিষেক সেই আশার আলো হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার অপেক্ষা, এই মধ্যপ্রদেশের স্পিনার কেমন পারফরম্যান্স দেন নাইটদের জার্সিতে তার প্রথম আইপিএল ম্যাচে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular