দিল্লি বধ করেই এই নতুন অঙ্কে প্লে-অফের স্বপ্ন দেখছে নাইটরা

আইপিএল ২০২৫ (IPL 2025) লিগ পর্ব যতই এগোচ্ছে, ততই জমে উঠছে প্লে-অফের সমীকরণ। প্রতিবারের মতো এবারও পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশে উত্তেজনা তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্স (KKR)…

KKR’s V3 Dominates as Defending Champions Crush SRH by 80 Runs in IPL 2025

আইপিএল ২০২৫ (IPL 2025) লিগ পর্ব যতই এগোচ্ছে, ততই জমে উঠছে প্লে-অফের সমীকরণ। প্রতিবারের মতো এবারও পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশে উত্তেজনা তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্স (KKR) এখনও পর্যন্ত একেবারে ছিটকে না পড়লেও, প্লে-অফের টিকিট পেতে হলে তাদের অনেকটা পথ পেরোতে হবে হিসেব-নিকেশ মেলিয়ে।

বর্তমানে নাইট শিবির ১০টি ম্যাচ খেলে ৪টি জয়ের মাধ্যমে ৯ পয়েন্ট অর্জন করেছে। একটি ম্যাচ ছিল বৃষ্টিবিঘ্নিত, যেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করতে হয়। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে। টেবিলের মাঝামাঝি জায়গায় থাকলেও তাদের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ, কারণ বাকি চারটি ম্যাচে প্রতিপক্ষ হিসাবে রয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—যারা প্রত্যেকেই শক্তিশালী দল।

   

ক্র্যাটকি বনাম জামিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে কালিঙ্গতে উত্তেজনার মহারণ

আইপিএলের গত বছরগুলোর ট্রেন্ড অনুযায়ী, সাধারণত ১৬ পয়েন্ট অর্জনকারী দলগুলিই নিশ্চিতভাবে প্লে-অফে জায়গা পায়। সেই হিসেবে কেকেআরের সামনে সোজাসাপ্টা অঙ্ক—বাকি ৪টি ম্যাচই জিততে হবে তাদের, তাহলে পয়েন্ট হবে ১৭। যদিও সব ম্যাচ জিততে না পারলেও, ৩টি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে সম্ভাবনা থেকে যাবে। কারণ ১৪–১৬ পয়েন্ট নিয়ে অতীতে একাধিকবার দল প্লে-অফে পৌঁছেছে।

২০২৩ সালের উদাহরণে দেখা যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে জায়গা করে নিয়েছিল, যদিও সেক্ষেত্রে নেট রানরেট ছিল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই কেকেআরকেও রানরেটের দিকে খেয়াল রাখতে হবে।

জামশেদপুরকে হুঙ্কার দিয়ে ‘বিস্ফোরক’ মুম্বই কোচ ক্র্যাটকি

Advertisements

ইডেন গার্ডেন্সে এখনও দুটি হোম ম্যাচ রয়েছে কেকেআরের। এবছর ঘরের মাঠে ফল মোটেই সুবিধের নয়—৫টি হোম ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে নাইটরা। তাই বাকি ২টি হোম ম্যাচে জয়ের পাশাপাশি বাইরের মাঠেও নিজেদের সেরা খেলাটা দিতে হবে।

তবে শুধু নিজের ম্যাচ জেতাই যথেষ্ট নয়। অন্যান্য দলের ফলাফলও নজরে রাখতে হবে কেকেআরকে। উপরের দলগুলোর কেউ যদি হোঁচট খায় এবং কেকেআর একাধিক বড় ব্যবধানে জয় পায়, তাহলে প্লে-অফের দরজা খুলে যেতে পারে তাদের জন্য।

এখনও পর্যন্ত নাইটদের পারফরম্যান্স ওঠানামা করলেও, দলটির হাতে এখনও সুযোগ রয়েছে নিজেদের অবস্থান শক্ত করার। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারের মতো তারকারা যদি ছন্দে ফেরেন এবং দলগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেয়, তাহলে অসম্ভব নয় প্লে-অফের স্বপ্ন সফল করা।

শেষ কথা, কেকেআরের ভাগ্য শুধু তাদের হাতে নয়—লিগের বাকি ম্যাচগুলির ফলাফলের উপরও নির্ভর করবে। তবে অঙ্ক এখনও মেলানো সম্ভব। নাইট সমর্থকদের তাই আশা রাখতে হবে শেষ বল পর্যন্ত।