কেএল রাহুল (KL Rahul) দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার এবং তিনি সেটা বারবার প্রমাণ করেছেন। লখনউ সুপার জায়ান্টসকে তাদের প্রথম দু’টি মরসুমের প্লে অফে নিয়ে গিয়েছেন তিনি। কিন্তু, রাহুলের নেতৃত্বাধীন এলএসজি দলের বুধবারের পারফরম্যান্স কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে হতাশ করেছে। রাহুলের সঙ্গে মাঠেই উত্তেজিত হয়ে কথা বলেছেন সঞ্জীব। মরসুম শেষ লোকেশ সুপার জায়ান্টের সঙ্গে থাকবেন কি না ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীদের একাংশ।
আগামী দিনে বসতে চলেছে মেগা নিলামের আসর। রাহুল নিলামে উঠলে তাঁকে দলের সঙ্গে যোগ করার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি।
KKR সমর্থকদের স্বস্তি দিয়ে ভারতে ফিরতে চলেছেন গুরবাজ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB): মেগা নিলাম সামনে রেখে আরসিবি বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। নতুন অধিনায়কের জন্যও ঝাঁপাতে পারে বেঙ্গালুরু। সেক্ষেত্রে রাহুল ভাল বিকল্প হতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স (KKR): এই মরশুমে ব্যাট হাতে শ্রেয়স আইয়ার দলকে সেভাবে ভরসা দিতে পারছেন না। অধিনায়ক হিসেবে যে দারুন কিছু করে দেখিয়েছেন এমনটা নয়। চলতি মরসুমে ১১ ম্যাচে ৩৫ গড়ে ২৮০ রান সংগ্রহ করেছেন আইয়ার। আইয়ারের জায়গায় রাহুল হতে পারেন ভাল বিকল্প।
LSG: মাঠেই উত্তেজিত আলোচনা গোয়েঙ্কার, চাপে পড়লেন অধিনায়ক
পাঞ্জাব কিংস (PBKS): রাহুল অতীতে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। পাঞ্জাব কিংসেরও একজন ভাল মানের অধিনায়কের প্রয়োজন।