Mohun Bagan: শেষের পথে কিয়ান নাসিরির সঙ্গে বাগানের চুক্তি, এরপর?

Kiyan Nassiri

কিয়ান নাসিরির (Kiyan Nassiri) সঙ্গে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের চুক্তির মেয়াদ আর বেশি বাকি নেই। সামনের বছর শেষ হবে চুক্তির মেয়াদ। তার পর কি তরুণ এই ফুটবলারকে ধরে রাখবে ক্লাব? সে ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন জামশিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি। আবির্ভাবেই চমক, ফলত তাকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ পৌঁছেছিল অনেকটা ওপরে। ইস্টবেঙ্গলের সেই ম্যাচের পর অনেকটা সময় অতিক্রম হয়েছে। নাসিরিকে নিয়ে আলোচনা সময়ের সঙ্গে কমেছে। তবে প্রত্যাশা রয়েছে। এক বাক্যে সবাই স্বীকার করবেন, ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে।

এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে কিয়ানের সঙ্গে সবুজ মেরুন শিবিরের পথ চলা আরও দীর্ঘায়িত হলেও হতে পারে। হয়তো সেই সম্ভাবনাই বেশি। মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডোর পছন্দের ছাত্র কিয়ান। হুয়ান প্রকাশ্যে কিয়ান সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। জানিয়েছেন কিয়ানকে নিয়ে ভেবে রাখা বিভিন্ন পরিকল্পনার কথা। মাঠের বিভিন্ন পজিশনে খেলিয়ে ইতিমধ্যে পরখ করে নিয়েছেন কিয়ানকে। ছাত্রকে আরও কিছু পাঠ দেওয়া বাকি রয়েছে গুরুর।

Advertisements

অবশ্য কিয়ান নিজে মোহন তরীতে থাকতে চাইবেন কি না সেটা একটা বিষয়। মোহন বাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে তারকার ছড়াছড়ি। বেশিরভাগ ক্ষেত্রে দলের সিনিয়র ফুটবলারদের ওপর আস্থা রেখে প্রথম দল সাজান হুয়ান। কিয়ান সহ তরুণ প্রতিভাদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়। একজন ফুটবলার মাঠে নেমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাইবেন সেটাই স্বাভাবিক। ম্যাচ টাইম পাওয়ার জন্য অনেক ফুটবলার বড় দল ছাড়তে বাধ্য হন। কিয়ান নিজে কী চাইবেন সেটা বড় ফ্যাক্টর হতে পারে।