
নতুন বছরের তৃতীয় দিন থেকেই ফের অনুশীলন শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বড়দিনের পাশাপাশি বর্ষবরণ উপলক্ষে দলের ফুটবলারদের ছুটি দিয়েছিলেন দলের কোচ সার্জিও লোবেরা। সেই ছুটি কাটিয়ে আজ ফের অনুশীলনে দেখা গেল দলের অধিকাংশ খেলোয়াড়দের। বলাবাহুল্য, এদিন যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে অধিকাংশ ভারতীয় ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সকল বিদেশি ফুটবলার। কিন্তু এদিন উপস্থিত ছিলেন না কিয়ান নাসিরি (Kiyan Nassiri) এবং আশিষ রাই।
কাটছে ISL জট, এই দিন সামনে আসবে আইএসএলের দিনক্ষণ!
এবার দলের তরুণ উইঙ্গারকে নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, এবার নিজের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই ভারতীয় ফুটবলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। সেই কারণেই আজ ছিলেন না কিয়ান। তবে খুব শীঘ্রই সবুজ-মেরুন ব্রিগেডের অনুশীলনে দেখা যাবে এই দাপুটে ফুটবলারকে। অন্যদিকে ব্যক্তিগত সমস্যার জন্য এদিন ছিলেন না আশিষ রাই। উল্লেখ্য, দেশের প্রথম ডিভিশন লিগের অনিশ্চয়তার মধ্যে অনুশীলন বন্ধ করতে শুরু করেছে একাধিক ফুটবল ক্লাব।
ISL দিনক্ষণ ঘোষণার আগেই অনুশীলনে ফুরফুরে মেজাজে বাগান ফুটবলাররা
এমনকি লোন চুক্তির মধ্য দিয়ে বিদেশে ফুটবলারদের পাঠাতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের মতো ফুটবল দল। এই পরিস্থিতিতে অন্য ছবি সবুজ-মেরুনে। এছাড়াও খুব শীঘ্রই অনুশীলন শুরু করবে ময়দানের আরেক প্রধান তথা পড়শী ক্লাব ইস্টবেঙ্গল দল।










