Kiyan Nassiri: বাঘের বাচ্চার সঙ্গে খেললেন কিয়ান

আবারো হালকা মেজাজে সময় কাটানোর অবকাশ পাচ্ছেন ফুটবলাররা। এবারের ইন্ডিয়ান সুপার লীগে একাধিক বিরতি যুক্ত করা হয়েছে। জাতীয় দলের ম্যাচের কারণে টুর্নামেন্টের মাঝে বিরতির ব্যবস্থা।…

Kiyan Nassiri

আবারো হালকা মেজাজে সময় কাটানোর অবকাশ পাচ্ছেন ফুটবলাররা। এবারের ইন্ডিয়ান সুপার লীগে একাধিক বিরতি যুক্ত করা হয়েছে। জাতীয় দলের ম্যাচের কারণে টুর্নামেন্টের মাঝে বিরতির ব্যবস্থা। যারা জাতীয় শিবিরে যোগ দেবেন না তাদের এখন ছুটির মেজাজ। খাসা মেজাজে রয়েছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)।

Advertisements

কিছু দিন আগেই বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এবার কিয়ান নাসিরি ছবি দিলেন বাঘের বাচ্চার সঙ্গে। ছবি দেখে মনে হয় চিতা বাঘের শাবক। বাঘের বাচ্চার সঙ্গে খেলা করছেন কিয়ান, সোশ্যাল মিডিয়ায় এরকম একাধিক ছবি পোস্ট করেছেন ভারতীয় ফুটবলের আগামী দিনের সম্ভাব্য এই তারকা।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকেন কিয়ান। কোথাও ঘুরতে গেলে কিংবা গুরুত্বপূর্ণ কিছু ঘটলে নিজের অফিসিয়াল প্রোফাইলে সেটার আপডেট দেন। বাঘের বাচ্চার সঙ্গে খেলা করা বা খুনসুটি করা অবশ্যই একটা রোমাঞ্চকর ব্যাপার। বিশেষত্বতরুণ বয়সে আমোদ দেওয়ার জন্য যথেষ্ট। পোস্টে দেওয়া লোকেশন অনুযায়ী কিয়ান সম্ভবত ব্যাংককে রয়েছেন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kiyan Nassiri (@kiyannassiri)

কিয়ানের মুখে হাসি থাকবে নাইবা কেন। একে তো ছুটি তার ওপর দল এখন ছন্দে রয়েছে। চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। খেতাব জয়ের অন্যতম দাবিদার। AFC কাপের পরের পর্বের যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে দলের সামনে।