কলকাতা ফুটবলের (Kolkata Football) ঘরে ফেরা যেন এক আবেগের নাম। সেই আবেগেই আবারও সবুজ-মেরুনে (Mohun Bagan SG) ফিরলেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। এক বছরের বিরতি শেষে ‘ডার্বি হ্যাটট্রিক বয়’কে আবার দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে। কিংবদন্তি জামশেদ নাসিরির পুত্র তিন বছরের চুক্তিতে ফের যোগ দিলেন প্রাক্তন ক্লাবে। আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁকে দেখা যাবে সবুজ-মেরুন শিবিরে।
২০১৯ সালে মোহনবাগান সিনিয়র দলে পা রাখা কিয়ানের কেরিয়ার শুরুই হয়েছিল এই ক্লাব থেকে। সেই ক্লাবে আবার ফিরে এসে স্বভাবতই আবেগতাড়িত কিয়ান। চুক্তি স্বাক্ষরের পর জানিয়েছেন, “আবার কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। তাই মোহনবাগানের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।”
মোহনবাগান অ্যাকাডেমি থেকেই উঠে আসা কিয়ান প্রথম নজর কাড়েন ২০২২ সালে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে। কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ডার্বিতে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। কার্যত হারতে বসা সেই ম্যাচে একার কাঁধে দলকে জেতান এই তরুণ ফরোয়ার্ড। সেই রাতেই তিনি হয়ে উঠেছিলেন মোহনবাগান সমর্থকদের প্রিয় ‘সুপার সাব’।
তবে এরপর কিয়ানকে নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়। তখনকার কোচ জুয়ান ফেরান্দোর অধীনে নিয়মিত প্রথম একাদশে জায়গা পাননি তিনি। হ্যাটট্রিক করেও অধিকাংশ ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসতে হত। ২০২৪ সালে মোহনবাগান ছেড়ে পাড়ি জমান চেন্নাইয়িন এফসিতে।
তবে দক্ষিণের ক্লাবে গিয়েও খুব একটা বদল আসেনি কিয়ানের ভাগ্যে। ১৫ ম্যাচে অংশ নিলেও মাত্র ৬টি ম্যাচে প্রথম একাদশে খেলতে পেরেছিলেন। যদিও কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন, বিশেষ করে যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি ম্যাচে। তবে গোলের খাতা ছিল শূন্যই। ফলে নতুন করে সুযোগের সন্ধানে আবার পুরোনো ঠিকানায় ফিরলেন তিনি।
মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, কিয়ানের সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। গত মরসুমে ক্লাব লিগ শিল্ড ও আইএসএল ট্রফি জিতলেও সেই দলে ছিলেন না কিয়ান। এবার তাঁর প্রত্যাবর্তনে আশা করা যাচ্ছে, দল আরও শক্তিশালী হবে।
মোহনবাগানে ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে কিয়ান খেলেছেন ৭০টি ম্যাচ। গোল করেছেন ৯টি, সঙ্গে একাধিক অ্যাসিস্ট। যদিও সংখ্যার নিরিখে সেরা নন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, নজরকাড়া পারফর্ম করেছেন। তাঁর গতিময় খেলা, বল কন্ট্রোল, এবং আক্রমণভাগে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে অনন্য করে তোলে।
কিয়ানের ফেরা ঘিরে উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরাও। তাঁদের আশা, এই ঘরের ছেলে ফের ঘরের মাঠে আগুন ঝরাবেন। নতুন মরসুমের আগে এই চুক্তি নিঃসন্দেহে ক্লাবের জন্য এক বড় পাওয়া।
Kiyan Nassiri returns to Mohun Bagan SG on three year deal after one season with Chennaiyin FC