মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে আপাতত শেষ হল কিয়ান নাসিরির (Kiyan Nassiri) সম্পর্ক। নতুন ক্লাবের জার্সি গায়ে তুলতে চলেছেন। তার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন কিয়ান নাসিরি নিজে।
Kiyan Nassiri: বিদায় কিয়ান! পোস্ট করে জানিয়ে দিল মোহনবাগান
আগামী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলবেন না কিয়ান নাসিরি। সম্ভবত চেন্নাইয়িন এফসিতে যোগ দিচ্ছেন। মোহনবাগানে তারকা সমৃদ্ধ স্কোয়াড। কিয়ানের মতো তরুণ ফুটবলারের জন্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া কঠিন। শোনা যাচ্ছে, বেশি সংখ্যক ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে বাগানকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কিয়ান নাসিরি।
নতুন ক্লাবে যাওয়ার আগে মোহনবাগানে সকল সদস্য, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কিয়ান নাসিরি। মোহনবাগান সুপার জায়ান্টকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘যেখানেই থাকি মোহনবাগানকে মিস করবো।’
View this post on Instagram
কিয়ান তাঁর পোস্টে লিখেছেন, ‘অবিশ্বাস্য পাঁচটা বছরের পর বিদায়। মোহনবাগানের অনূর্ধ্ব ১৯ দল থেকে আমাদের আই লিগে। তারপরে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা… সর্বদা মনে রাখব।’
East Bengal ছেড়েই ভুল করেছিলেন হামতে ?
‘…অবিস্মরণীয় মুহুর্তগুলির জন্য যা চিরকাল আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করবে। সেরা খেলোয়াড়দের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করেছি… অসাধারণ কোচদের সান্নিধ্যে এসে শিখেছি। পৃথিবীর যেখানেই থাকি না কেন, যখনই মাঠে পা রাখবো, মনে রাখবো এই সব কিছু। ভক্তদের কণ্ঠ চিরকাল আমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে’, ইনস্টাগ্রামে লিখেছেন কিয়ান।