Juan Ferrando: হ্যাটট্রিক বয় কিয়ান নাসিরি সম্পর্কে মন্তব্য গুরু ফেরান্ডোর

Kiyan Nassiri Juan Ferrando

হ্যাটট্রিক বয়- ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে এই নামে প্রতিষ্ঠা পেয়েছিলেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক, রাতারাতি তারকা কিয়ান নাসিরি। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। ক্রমে মোহনবাগানের (Mohun Bagan) হেড কোচ হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) পছন্দের একজন হয়ে উঠেছেন কিয়ান। এ ব্যাপারে ফেরান্ডো নিজেও খোলাখুলি কথা বলেছেন।

সম্প্রতি মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডোর কিছু মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। কিয়ান নাসিরির জন্য তৈরি করা পরিকল্পনার কথা জানিয়েছেন স্প্যানিশ কোচ। তরুণ ভারতীয় ফুটবলারকে ভরিয়েছেন প্রশংসা সূচক বাকি। “অসাধারণ”, কিয়ান নাসিরি সম্পর্কে মন্তব্য হুয়ান ফেরান্ডোর।

   

“আমি আপনাকে সত্যিটাই বলতে চলেছি। কিয়ানের জন্য সেরা পজিশন খুঁজে বের করা আমার ব্যক্তিগত উদ্দেশ্য। এটা সবাই মানবেন যে কিয়ানের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। খুব স্মার্ট এবং দারুণ প্রতিভাধর একজন ফুটবলার,”এক সাক্ষাৎকারে বাগান কোচ বলেছেন।

“ওকে দিয়ে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখেছি। নাম্বার নাইন, উইঙ্গার, সেকেন্ড সেন্টার ফরোয়ার্ড, নাম্বার টেন পজিশনে ওকে পরখ করেছি। আশা করছি একদিন ওর জন্য সেরা পজিশন আমি খুঁজে বের করতে পারবো। অনুশীলনের সব রেকর্ড আমার খাতায় টোকা রয়েছে। আপনি নিজেও অনুশীলনে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। আমার চোখে কিয়ান এক কথায় অসাধারণ।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন