Kidderpore SC: জয় দিয়ে অভিযান শুরু খিদিরপুরের, দল নিয়ে আশাবাদী কোচ

এবার জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore SC)। আজ দুপুরে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল সুরজিৎ…

Kidderpore SC's Campaign Starts with a Win

এবার জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করল খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore SC)। আজ দুপুরে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল সুরজিৎ দাসের ছেলেরা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করেন জ্যাকব ভ্যানলালহিমপুইয়া।

প্রথম ম্যাচেই জয় পাওয়ায় যথেষ্ট খুশি সকলে। উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল খিদিরপুর ফুটবল দল। সময় যত এগিয়েছে আক্রমণের ঝড় তুলতে শুরু করে আদিত্য-শিবমরা। প্রথমার্ধের শেষে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধের কিছু সময়ের মধ্যেই গোল করে বসেন জ্যাকব।

   

জবাবে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে মেসার্স ক্লাব। কিন্তু প্রতিপক্ষের জমাট বাঁধানো রক্ষণ বারংবার আটকে দেয় তাদের। অপরদিকে, ম্যাচের পরবর্তী সময়ে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি সুমনদের পক্ষে। না হলে অনায়াসেই বড় ব্যবধানে ম্যাচ জিততে পারতো খিদিরপুর।

কিন্তু দলের এই পারফরম্যান্সে যথেষ্ট খুশি তাদের দলের কোচ সুরজিৎ দাস। তিনি বলেন, এটি সিএফএলের প্রথম ম্যাচ ছিল। অনেক কিছু মাথায় রেখেই এগোতে হয়। সেখানে জয় এসেছে‌। কিন্তু ছেলেরা আজ অনেক সহজ সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত দলের জয় আসায় আমি খুশি। বড় ম্যাচের আগে এই জয়ের প্রয়োজন ছিল। এতে ছেলেদের মনোবল আরো অনেকটাই বেড়ে যাবে।

সেইসাথে আসন্ন মহামেডান ম্যাচ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা তিনবারের সিএফএল চ্যাম্পিয়ন দল। বলতে গেলে একটা হেভিওয়েট দল। ওদের অনেক সমর্থক রয়েছে। যারা সেদিন গ্যালারিতে উপস্থিত থাকবে। তার মাঝে ও আমরা দলের ছেলেদের লড়াই করার জন্য উৎসাহিত করবো। যাতে তারা সফল হয়ে আসতে পারে। অতীতে ও এই ফুটবল লিগে হেভিওয়েট দলকে পরাজিত করেছে অন্যান্য দলগুলি। ফুটবল খেলায় সব কিছুই সম্ভব। আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।