Kibu Vicuna : হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করা হল ভিকুনার

Kibu Vicuna
Kibu Vicuna

হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েছিলেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। অনুশীলন চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গিয়েছে। পরে করা হয়েছে অস্ত্রপোচার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের দায়িত্বে রয়েছেন তিনি।

কিছু দিন আগে কলকাতায় এসে পৌঁছেছিলেন কিবু ভিকুনা। ডায়মন্ড হারবার ক্লাবের অনুশীলন শুরু করে দিয়েছেন ইতমধ্যে। জানা গিয়েছে, সোমবার প্রশিক্ষণ চলাকালীন শরীর খারাপ হয়েছিল তাঁর। 

   

কোচের কিডনিতে পাথর জমেছিল। অনুশীলনের সময় সেই থেকেই যন্ত্রণার সূত্রপাত বলে জানা যায়। কোচকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক হাসপাতালে। সেখানে তাঁর অপারেশন করা হয়েছে। আগের থেকে তিনি অনেকটাই ভালো রয়েছেন বলে জানা গিয়েছে। 

জুন মাসের শুরুতেই কলকাতায় এসেছিলেন কিবু। মে মাসের একেবারে শেষে নিশ্চিত হয়েছিল সম্ভাবনা। জানা গিয়েছিল, কলকাতায় ফিরছেন কিবু ভিকুনা। ফের ময়দানে দেখা যাবে চ্যাম্পিয়ন কোচের ম্যাজিক। আগে সম্ভাবনার স্তরে শোনা গিয়েছিল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে কোচিং করাতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেক প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে তাঁর ফুটবল ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন